• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাকিব-তামিমদের ধর্মঘটের মুখে পদত্যাগ করছেন কোয়াব সম্পাদক


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ২২, ২০১৯, ০৪:৩১ পিএম
সাকিব-তামিমদের ধর্মঘটের মুখে পদত্যাগ করছেন কোয়াব সম্পাদক

ঢাকা : সোমবার থেকে ধর্মঘটে যাওয়া সাকিব-তামিমদের প্রথম দাবিই ছিল ক্রিকেট এসোসিয়েশন অব বাংলাদেশ বা কোয়াব এর সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগ। মেয়াদ উত্তীর্ণ হওয়া কোয়াবের নতুন নির্বাচন দাবি করেছেন ক্রিকেটাররা।

এই প্রসঙ্গে মঙ্গলবার (২২ অক্টোবর) কোয়াবের বর্তমান সাধারণ সম্পাদক দেবব্রত পাল সংবাদমাধ্যমকে বলেছেন,‘এটা নিশ্চিত যে আমি কোয়াবের দায়িত্বে আর থাকছি না। আমি সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। দুপুরে বিসিবির যে বৈঠক আছে, সেই বৈঠকের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি আমি।’

ক্রিকেটাররা যে দাবি নিয়ে ধর্মঘটে রয়েছেন তাদের সেই দাবির সঙ্গে কোয়াব সাধারণ সম্পাদক দেবব্রত পাল সহমত।

তবে তিনিও এই প্রসঙ্গে বিসিবির পরিচালকের সুরেই কথা বললেন,‘ক্রিকেটাররা তাদের দাবি দাওয়া নিয়ে আগে আমাদের সঙ্গে কথা বলতে পারতো। কিন্তু তারা তো সরাসরি ধর্মঘটে চলে গেল! কোয়াব তো এতদিন ক্রিকেটারদের স্বার্থ নিয়েই কাজ করেছে।

এই দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের যেন সাফল্য আছে, ব্যর্থতাও তেমন আছে। হয়তো বা ব্যর্থতার পাল্লা একটু বেশি। এখন ক্রিকেটাররা এই পদে আমাদের চায় না, তাই খেলোয়াড়দের দাবি মেনে নেয়া ছাড়া আর কোন উপায় নেই।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!