• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাকিব-বন্দনায় বিশ্ব মিডিয়া


ক্রীড়া ডেস্ক জুন ১৮, ২০১৯, ০৮:০৬ পিএম
সাকিব-বন্দনায় বিশ্ব মিডিয়া

ছবি সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের গড়া ৩২১ রানের পাহাড় ডিঙিয়ে জয় তুলে নেওয়া মুখের কথা নয়। অসাধ্য এই কাজটি কী অবলিয়ায় না করে গেলেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে অসাধারণ নৈপুন্য দেখিয়ে বিশ্বকাপে ক্যারিবীয়দের বিপক্ষে টাইগারদের দুর্দান্ত জয় উপহার দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। অবিশ্বাস্য এই জয়ের পর সাকিব-বন্দনায় মেতে উঠেছে বিশ্ব মিডিয়া।  

সোমবার টন্টনে উইন্ডিজের বিরুদ্ধে অবিস্মরণীয় জয়ের পর বিশ্বের নামী-নামী মিডিয়াগুলোও নিজেদের মতো করে বাংলাদেশ ও সাকিব বন্দনায় মেতে উঠেছে। ইএসপিএন-ক্রিকইনফো তাদের শিরোনাম করেছে, সাকিব-লিটনের আলোতে বাংলাদেশের রেকর্ড জয়! একই শিরোনাম করেছে পাকিস্তানে দুই শীর্ষ ইংরেজি দৈনিক ডন ও এক্সপ্রেস ট্রিবিউন।

বাংলাদেশের জয়ের পর বাংলাদেশ ও সাকিবকে নিয়ে দুটি শিরোনাম করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া এইউডটকম। তাদের একটি শিরোনাম এরকম- ‘উদ্বুদ্ধ বাংলাদেশ ডোবাল ওয়েস্ট ইন্ডিজকে।’ আরেকটি শিরোনাম- সুপার সাকিবের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে হারাল বাংলাদেশ।’

দুটি শিরোনাম করেছে প্রভাবশালী ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানও। তাদের প্রথম শিরোনাম- ‘ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় শিরোনাম সাকিবকে নিয়ে। যেখানে মারকাটারি ব্যাটিংয়ের জন্য সাকিবকে নির্দয় উল্লেখ করা হয়েছে, ‘অসহায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের জয়ের নেতৃত্ব দিলেন নির্দয় সাকিব।’

বিবিসির শিরোনাম অবশ্য বরাবরের মতোই সহজ-সরল, ‘৩২২ রান তাড়ায় বাংলাদেশকে সাহায্য করেছে সাকিবের সেঞ্চুরি।’ আরেক ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ লিখেছে, ‘সাকিবের দুর্দান্ত সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেল বাংলাদেশ।’

ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া বেশ ভারী শিরোনাম করেছে। তারা লিখেছে, ‘বিশ্বকাপের চ্যালেঞ্জ মোকাবেলায় সাকিব-লিটনে বাংলাদেশে মহাকাব্যের আবির্ভাব!’ আর দ্য হিন্দুর শিরোনাম, ‘সাকিব-লিটনের উজ্জ্বল পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজকে হারাল বাংলাদেশ।’

পশ্চিমবঙ্গে বাংলা দৈনিক আনন্দবাজারের শিরোনাম মনে ধরার মতো। তারা লিখেছে, ‘সাকিবের দুরন্ত সেঞ্চুরিতে জয় বাংলা।’ সেখানকার আরেক দৈনিক এই সময়ের শিরোনাম প্রায় কাছাকাছি, ‘৩২২ তাড়া করে জিতে নজির দুরন্ত সাকিবদের।’

মিডিয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ও সাকিব প্রশংসায় মেতেছেন সাবেক ক্রিকেটার ও গ্রেটরা।

সাকিবদের সাবেক গুরু ইয়ান পন্ট টুইটারে জানান, সাকিবের সব থেকে বড় গুণ হচ্ছে ও সবসময় শোনে এবং শেখে। সে একদম বাচ্চাদের মতো আর একটু দুর্লভ ট্যালেন্ট। এই জয়টা বাংলাদেশের প্রাপ্য। পন্ট মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের ড্রেসিংরুমের সেই গানটাও, ‘আমরা করবো জয়’।

বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়াও। টুইটারে লিখেছেন, ‘হোয়াট এ উইন। সাত উইকেট এবং আট ওভারের বেশি হাতে রেখে। এই বিশ্বকাপে বাংলাদেশই প্রথম দল যারা ২৫০+ রান এত সহজে তাড়া করল।’

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি বাংলাদেশের এই জয়ে অভিনন্দন জানিয়েছেন। আলাদাভাবে সাকিবকেও শুভেচ্ছা জানান বুমবুম। তিনি বলেছেন, বিশ্বকাপের মতো মঞ্চে কোনো দেশকে ছোট করে দেখা উচিৎ নয়, কারণ সবাই এখানে খেলতে এসেছে।

ইংলিশদের সাবেক ক্রিকেটার মন্টি পানেসার বলেন, এই বিশ্বকাপে বাংলাদেশ সবচেয়ে অভিজ্ঞ দিক। বাংলাদেশি টাইগারদের ছোট করে না দেখার কথাও বলেছেন পানেসার।

ভারতের সাবেক ক্রিকেটার, ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে বলেছেন, এটা বাংলাদেশের ইতিহাসের সব থেকে শক্তিশালী ব্যাটিং পারফরম্যান্স। আর আমি বাংলাদেশের খেলা অনেকদিন ধরেই দেখে আসছি।

ভারতীয় ক্রিকেট বিশ্লেষক মোহনদাস মেনন লিখেছেন, বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের প্রথম দল যারা বিশ্বকাপের ইতিহাসে ৫০-এর অধিক বল হাতে রেখে ৩০০-এর অধিক রান তাড়া করে জিতেছে।

বিশ্বকাপের সবচেয়ে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে সাকিব আল হাসানকে আখ্যায়িত করেছেন সাউথ আফ্রিকার সাবেক ওপেনার  হার্শেল গিবস। প্রোটিয়া তারকা লিখেছেন, ‘সাকিব এই বিশ্বকাপের বিশেষজ্ঞ ব্যাটসম্যান। দারুণ চিত্তাকর্ষক, আরেকটি সেঞ্চুরি আসছে।’

শ্রীলঙ্কার সাবেক ও বর্তমান ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড লিখেছেন, ‘সাকিব শিকারি। সে শুধু এটা দেখায়নি যে, বিশ্বের একনম্বর অলরাউন্ডার। সে এটাও দেখিয়েছে, ওয়ার্ল্ডক্লাস ব্যাটসম্যানও। অভিনন্দন।

পাকিস্তানের স্পিডস্টার শোয়েব আখতার আবার রান তাড়ায় বাংলাদেশ থেকে শেখার কথা বলেছেন। তিনি লেখেন, ‘এটি একটি ক্লিনিক্যাল পারফরম্যান্স ছিল। বাংলাদেশ আজ(সোমবার) যেভাবে খেলেছে এবং ৩২২ রান করেছে, আমি আশা করি, আমরা এটি থেকে কিছু শিখতে পারব। বিশেষ করে রান তাড়ার সময় কীভাবে ধস ঠেকানো যায়।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!