• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাকিবও জানেন না কেন এমন হচ্ছে!


ক্রীড়া প্রতিবেদক জুন ৮, ২০১৮, ০৩:৫০ পিএম
সাকিবও জানেন না কেন এমন হচ্ছে!

ঢাকা: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের হারটি অন্যদের মতো সাকিব আল হাসানকেও পোড়াচ্ছে। তিনি এক্ষেত্রে ক্রিকেটারদের মানসিকতাকে বড় করে দেখছেন। ম্যাচ শেষে আফসোস করে সাকিব বলেছেন, ‘আমরা এখনো মানসিক বাধাটা কাটিয়ে উঠতে পারলাম না!’

বাংলাদেশ ‘সামর্থ্য’ অনুযায়ী খেলেছে ঠিকই। আরও একটি শ্বাসরুদ্ধকর ম্যাচ হেরে বাংলাদেশ প্রমাণ করেছে নিজেদের মানসিক সামর্থ্যর। সাকিব বুঝতে পারছেন না শেষে গিয়ে বারবার কেন এমন হচ্ছে,‘ সত্যি বলতে কি, আমি নিজেও জানি না কেন এমন হচ্ছে। আমি নিজে অবশ্য কখনোই এই পরিস্থিতিতে পরিনি (ম্যাচের একেবারে রুদ্ধশ্বাস মুহূর্ত ব্যাটিং ও বোলিং)। ব্যাটসম্যান কিংবা বোলাররাই ভালো বলতে পারবে এ সম্পর্কে। আমি মনে করি এটা মানসিক সীমাবদ্ধতা, বাধা। আমরা আজও মানসিক বাধাটা কাটিয়ে উঠতে পারলাম না।’

আফগান সিরিজে ক্রিকেটারদের শরীরী ভাষা একেবারেই পছন্দ হয়নি সাকিবের। তিনি বলেন,‘ আমরা অতীতে অনেক জায়গাতেই দুর্দান্ত, বোলিং, ফিল্ডিং কিংবা ব্যাটিং দিয়ে ম্যাচ জিতেছিল। কিন্তু সেই শরীরী ভাষাটা এবার এখানে কারও মধ্যেই দেখতে পেলাম না।’

রশিদ খানের শেষ ওভারে ৯ রান তুলতে পারলেই জিতে যেত বাংলাদেশ। উইকেটে ছিলেন দুই সেট ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহীম। তারপরও বাংলাদেশকে হারতে হলো ১ রানে। এ নিয়ে সাকিব বলে গেলেন,‘ যত ভালো বোলারই হোক শেষ ওভারে দরকার ৯ রান। উইকেটে আছে দুজন সেট ব্যাটসম্যান। আমরা আশা করব, সেট ব্যাটসম্যানরা ৬ বলে ৯ রান তুলে নেবে। তবে এটা বলে রাখছি, এর মানে কিন্তু নয় যে আমরা শেষ ওভারের ৯ রান তুলতে পারিনি দেখে ম্যাচটা হেরেছি।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!