• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাকিবকে ধরে রেখেছে হায়দরাবাদ, যুবরাজকে ছাড়ল প্রীতির পাঞ্জাব


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৬, ২০১৮, ১২:৫৭ পিএম
সাকিবকে ধরে রেখেছে হায়দরাবাদ, যুবরাজকে ছাড়ল প্রীতির পাঞ্জাব

ঢাকা : ভারতের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া লিগ আইপিএল নিয়ে বাংলাদেশে কম উন্মাদনা হয় না। গত কয়েক বছর ধরেই আইপিএলে নিয়মিত খেলে আসছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গতবার কলকাতা নাইট রাইডার্স তাঁকে ছেড়ে দিলে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ককে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। ডিসেম্বরে নিলামের আগে এবারও দলটি সাকিবকে ধরে রেখেছে। হায়দরাবাদ ছেড়ে দিয়েছে অ্যালেক্স হেলস, কার্লোস ব্রেথওয়েট, ক্রিস জর্ডানদের মতো তারকাদের।

বলিউড সুন্দরী প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাব গতবার যাকে শুরুতে কয়েকটি ম্যাচ খেলানোর পরে টানা প্রথম একাদশের বাইরে বসিয়ে রেখেছিল, সেই যুবরাজ সিংকে এবার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। যার অর্থ আবার আইপিএল নিলামে হয়তো উঠবেন তিনি।  

নিলামে দল না পেলে যুবরাজের ক্রিকেট ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে কি না, তা নিয়ে এর মধ্যে জল্পনা শুরু হয়ে গেছে। শুধু যুবরাজ নন, ব্রেন্ডন ম্যাককালাম, গৌতম গম্ভীর, গ্লেন ম্যাক্সওয়েল, মোস্তাফিজুর রহমান, মিচেল জনসন, মিচেল স্টার্ক, জয়দেব উনাদকাট— যাঁদের মোটা অর্থ ব্যয় করে নেওয়া হয়েছিল, তাঁদেরও এ বছর ছেড়ে দিল ফ্র্যাঞ্চাইজিরা।

এবার অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ধরে না রাখার প্রবণতাই বেশি ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে। এর প্রধান কারণ, অস্ট্রেলিয়া বোর্ডের সিদ্ধান্ত। বিশ্বকাপ ক্রিকেটের জন্য ক্রিকেটারদের পুরো আইপিএলে খেলার অনুমতি দেবে না বলে ঠিক করেছে অস্ট্রেলিয়া। ফলে আইপিএলের শেষের দিকে অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটারকেই পাওয়া যাবে না। বিশ্বকাপের প্রস্তুতি শিবিরের জন্য মে মাসের শুরু থেকেই তাঁদের দেশে ডেকে নেওয়া হবে। এ জন্যই মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েলদের আগে থেকেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতা নাইট রাইডার্স যেমন দুই অস্ট্রেলীয় পেসার মিচেল স্টার্ক ও মিচেল জনসনকে ছেড়ে দিয়েছে। গত বার যাঁকে ৯.৪ কোটি টাকা দিয়ে নিয়েছিল কেকেআর, সেই স্টার্ককে এ বার রাখা হয়নি না। মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দিয়েছে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও মোস্তাফিজকে। ম্যাক্সওয়েলকে ছেড়ে দিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। কিংস ইলেভেন ছেড়ে দিচ্ছে মার্কাস স্টয়নিস, অ্যারন ফিঞ্চকে। বেন লগলিনকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস।

সানরাইজার্স হায়দরাবাদ : যাদের ধরে রাখা হয়েছে: সাকিব আল হাসান, ডেভিড ওয়ার্নার, ইউসুফ পাঠান, রশিদ খান, বিলি স্ট্যানলেক, কেন উইলিয়ামসন, মোহাম্মদ নবী, ভুবনেশ্বর কুমার, মণিশ পাণ্ডে, থাঙ্গারাসু নটরঞ্জন, রিকি ভুই, সন্দ্বীপ শর্মা, শ্রিভাস্ত গোস্বামি, সিদ্ধার্থ কৌল, খলিল আহমেদ, বাসিল আহমেদ ও দ্বীপক হুদা।

যাদের ছেড়ে দেওয়া হলো : শচীন বেবি, তন্ময় আগারওয়াল, ঋদ্ধিমান সাহা, ক্রিস জর্ডান, কার্লোস ব্রেথওয়েট, অ্যালেক্স হেলস, বিপুল শর্মা ও সৈয়দ মেহেদি হাসান।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!