• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাকিবকে প্রশংসায় ভাসালেন লারা-লক্ষণ-হাসিরা


ক্রীড়া প্রতিবেদক জুন ২৫, ২০১৯, ০৫:১৬ পিএম
সাকিবকে প্রশংসায় ভাসালেন লারা-লক্ষণ-হাসিরা

ফাইল ছবি

ঢাকা: সাকিব আল হাসানকে এবারের বিশ্বকাপ দুহাত ভরে দিচ্ছে। সবচেয়ে বেশি রান এখন তাঁর দখলে। এরই মধ্যে নিয়ে ফেলেছেন ১০ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে সোমবার ২৯ রান দিয়ে সাকিব তুলে নিয়েছেন ৫ উইকেট। যেটা এই বিশ্বকাপে সেরা বোলিং ফিগার। বল-ব্যাট দুজায়গাতেই সমান চলছে সাকিবের। যেন ‘সব্যসাচি’ ক্রিকেটার বাংলাদেশের এই মহাতারকা।

ব্যাটে-বলের এমন দুরন্ত পারফরম্যান্সের পর  বিশ্বের কিংবদন্তি অলরাউন্ডারদের ক্লাবে জায়গা করে নিয়েছেন সাকিব। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইক হাসি তো তেমনটাই বলছেন, ‘ক্রিকেট দুনিয়ার সেরা অলরাউন্ডারদের তালিকায় নিজের নাম লিখে ফেলেছে সাকিব। বিশ্বকাপের এ আসরে সে-ই সেরা ক্রিকেটার। এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই।’

সাকিবের খেলায় উচ্ছ্বসিত ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা, ‘কী অসাধারণ পারফরমার# ক্রিকেট ওয়ার্ল্ড# বাংলাদেশ-আফগানিস্তান#সাকিব আল হাসান।’

ভারতের মুরালি কার্তিকের মতে সাকিব শুধু বিশ্বকাপে নয়। সব সময় তিনিই থাকেন সেরাদের তালিকায়, ‘ক্রিকেটের তিন সংস্করণে দীর্ঘ দিন শীর্ষ বা দ্বিতীয় স্থানে থাকাটা কঠিন। কোনো সন্দেহ নেই ক্রিকেট ক্যারিয়ার শেষে সেরা অলরাউন্ডারদের তালিকায় অমর হয়ে থাকবে সাকিবের নাম।’

সাকিবের পারফরম্যান্সে মুগ্ধ ভিভিএস লক্ষ্মণ। সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর গাইলেন সাকিবের জয়গান, ‘সাকিবের আরো একটি অবিশ্বাস্য পারফরম্যান্স। তার খেলার স্টাইল আমার ভালো লাগে। এত শত অর্জনের পরও সে যারপনারই বিনয়ী ও ভদ্র। #সম্মান#রোল মডেল#ক্রিকেট বিশ্বকাপ ২০১৯।’

লক্ষ্মণের টুইট বার্তা রিটুইট করে একমত পোষণ করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সাকিবের আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদও তাকে শুভ কামনা জানিয়েছেন।

কলকাতা নাইট রাইডার্সের সাবেক সতীর্থ মনোজ তিওয়ারি বন্ধু সাকিবকে পিলার উপাধি দিয়েছেন, ‘চমৎকার খেলোয়াড়। চমৎকার রেকর্ড। এবং চমৎকার ব্যক্তিত্ব। দুর্দান্ত পারফরম্যান্স। সাকিব বাংলাদেশ ক্রিকেট দলের নাম্বার ওয়ান পিলার। বাংলাদেশ ক্রিকেটে তার অবদান অদ্বিতীয়। তাকে টুপি খোলা অভিনন্দন। ভবিষ্যতে আরো রেকর্ডের প্রত্যাশায় রইলাম। তবে ভারতের বিপক্ষে নয়। বিধাতা তোমার মঙ্গল করুক বন্ধু।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!