• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাকিবের দুরন্ত বোলিংয়ে বড় ব্যবধানে হারল ইংল্যান্ড


ক্রীড়া ডেস্ক জুলাই ২৩, ২০১৯, ১২:৪০ এএম
সাকিবের দুরন্ত বোলিংয়ে বড় ব্যবধানে হারল ইংল্যান্ড

ঢাকা: ইংল্যান্ড সফরটা বড় জয় দিয়ে শুরু করল বাংলাদেশের যুবারা। অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তাও আবার ১২ ওভার হাতে রেখেই।

উস্টারশায়ারে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি ইংলিশরা। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে তারা। সে রান তাড়া করতে নেমে একেবারে হেসেখেলে জয় তুলে নিয়েছে। ৩৮.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ।

বড় এই জয়ে বল হাতে সবচেয়ে বড় অবদান রেখেছেন তানজিম হাসান সাকিব। আর ব্যাট হাতে মিডল অর্ডার দুই ব্যাটসম্যান তৌহিদ হৃদয় ও শাহাদাত হোসেন। চতুর্থ উইকেট জুটিতে এই দুজন ১১৪ রানের জুটি গড়ে। দুজনই তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। শাহাদাত ৫৭ রানে আউট হয়ে ফিরলেও ৭০ রানে অপরাজিত ছিলেন হৃদয়।

রান তাড়া করতে নেমে ১১ রানেই ফিরে যান ওপেনার তানজিদ হাসান। ওয়ান ডাউনে আসা মাহমুদুল হাসান জয়কে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ৪৭ রানের জুটি গড়েন ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল। দলীয় ৫৮ রানে ফিরে যান নাবিল (১৪)। স্কোরবোর্ডে আর ১৪ রান উঠতেই জয়ের ফিরে যাওয়া ব্যক্তিগত ৩৬ রানে। এরপরে ক্রিজে খুঁটি গেঁড়ে বসেন হৃদয় ও শাহাদাত। ১১৪ রানের জুটি গড়ে ম্যাচটাকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান। দলীয় ১৮৬ রানে শাহাদাত আউট হলে বাকি পথটা অধিনায়ক আকবর আলিকে সঙ্গে নিয়ে পাড়ি দেন হৃদয়।

এর আগে বল হাতে আগুন ঝরিয়েছেন সাকিব। তাঁর দুর্দান্ত বোলিংয়েই স্বাগতিকদের ২০০ রানের মধ্যেই আটকে ফেলেছেন বাংলাদেশের যুবারা। সাকিবের দারুণ বোলিংয়ে স্বচ্ছন্দে এগোতে পারেনি স্বাগতিকেরা। ১০ ওভারে ৪৯ রান দিয়ে তুলে নিয়েছেন ৪ উইকেট। স্কোরবোর্ডে ৮৭ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলেন ইংলিশ যুবারা। শেষ পর্যন্ত তাঁদের স্কোর দাঁড়ায় ২০০। পরপর দুই ম্যাচে হারল স্বাগতিকরা। এর আগে ইংলিশরা ভারতের কাছেও হেরেছিল।

সোনালীনিউজ/আরআইবি/

Wordbridge School
Link copied!