• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাদমানের অভিষেকের ইঙ্গিত সাকিবের


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ২৯, ২০১৮, ০৬:৩২ পিএম
সাদমানের অভিষেকের ইঙ্গিত সাকিবের

ছবি: সংগৃহীত

ঢাকা: চোটের কারণে জিম্বাবুয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও দর্শকের ভূমিকায় তামিম ইকবাল। কাঁধের চোটের কারণে ছিটকে পড়েছেন ইমরুল কায়েসও। ১৩ সদস্যের স্কোয়ার্ড আছেন তরুণ সাদমান ইসলাম। তামিম-ইমরুলের চোটের কল্যাণে সৌম্যর ওপেনিং পার্টনার হিসাবে ঢাকা টেস্টে অভিষেক হতে যাচ্ছে ২৩ বছর বয়সী বাঁহাতি ওপেনারের।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) মিরপুরে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সেই ইঙ্গিত দিয়ে রাখলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। সাদমান ইসলামের প্রশংসা করে এই বিশ্বসেরা অলরউন্ডার বলেন, ‘টেস্ট ক্রিকেটের জন্য সাদমান সম্ভাবনাময় খেলোয়াড়। আমি যতটা দেখেছি ও শুনেছি, ওর খেলার ধরন টেস্ট ক্রিকেটের সঙ্গে একদম মানানসই। ও (সাদমান) যদি সুযোগ পায়, আশা করি দলের জয়ে ভূমিকা রাখতে পারবে।’

চলতি মৌসুমে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন সাদমান ইসলাম। সদ্যসমাপ্ত জাতীয় ক্রিকেট লিগে ৬ ম্যাচে ৬৪.৮০ গড়ে ৬৪৮ রান করেছেন তিনি। যার মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও সাদমান। তারই পুরষ্কার স্বরুপ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ডাক পরে এই তরুর ওপেনারের। ক্যারিবিয়ানদের বিপক্ষে সেই প্রস্তুতি ম্যাচে ৭৩ রান করেন সাদমান। আর তাতেই বাংলাদেশের ৯৪তম ক্রিকেটার হিসেবে টেস্ট টুপি পড়ার সুযোগ আসে তার সামনে।

দীর্ঘ দিন থেকেই মনের মতো ওপেনিং জুটি পাচ্ছে না বালোদেশ।  এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘ওপেনাররা ভালো করলে বাকিদের কাজ সহজ হয়ে যায়। এই জায়গাতে আমরা বেশি সফল হতে পারছি না। এ কারণে অনেকবার পরিবর্তন হয়েছে। আমাদের মনে হয়েছে, এভাবে পরিবর্তন হতে থাকলে একটা সময় আমরা পারফেক্ট কাউকে পেয়ে যাব, যারা আমাদের ব্যাটিংয়ের ভিতটা গড়ে দেবে।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!