• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাধ্যের মধ্যে সাধপূরণের স্মার্টফোন


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১০, ২০১৬, ০৩:০৭ পিএম
সাধ্যের মধ্যে সাধপূরণের স্মার্টফোন

সোনালীনিউজ ডেস্ক

আধুনিক প্রযুক্তির যুগে মোবাইল ছাড়া আমাদের জীবনটাই অচল। এখন শুধু কথা বলার জন্য ফোন ব্যবহার করা হয় না। বিভিন্ন কাজে বিশেষ করে কেউ ফোনে সারাদিন গল্প করতে ভালোবাসেন, তো কেউ চ্যাটিং করতে। আবার কেউ কেউ তো স্মার্ট ফোন পেলেই তাতে গান শুনে কিংবা গেম খেলেই কাটিয়ে দেন। টিনএজার থেকে প্রত্যেকেরই এখন চাই স্মার্টফোন। সঙ্গে দরকারি সমস্ত ফিচার্স। মানে অ্যান্ড্রয়েড, ভালো ক্যামেরা, বড় ডিসপ্লে, আবার থ্রিজি কিংবা ফোরজি। কিন্তু বাজেটও বেশি হলে চলবে না। তাহলে কম বাজেট মানে পাঁচ হাজার টাকার মধ্যে দেখে নিন স্মার্ট ফোনের তালিকা। এতে আপনার সাধ্যের মধ্যেই সাধপূর্ণ হবে।

১) Lenovo A1000
দাম মাত্র ৩৬৪৯ টাকা। ফিচার্স- ১.৩ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর। ১ জিবি র‌্যাম। ৪ ইঞ্চি ডিসপ্লে। ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এলইডি ফ্ল্যাশ। ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

২) Xolo Era 4G
দাম মাত্র ৪৭৭৭ টাকা। ফিচার্স- ১.৫ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর। ১ জিবি র‌্যাম। ৫ ইঞ্চি ডিসপ্লে। ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এলইডি ফ্ল্যাশ। ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

৩) Samsung Z1
দাম মাত্র ৩৮৯৯ টাকা। ফিচার্স- ১.২ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর। ৭৬৮ এমবি র‌্যাম। ৪ ইঞ্চি ডিসপ্লে। ৩.১ মেগাপিক্সেল ক্যামেরা। এলইডি ফ্ল্যাশ। ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

৪) Micromax Canvas Spark2
দাম মাত্র ৪৯৯৯ টাকা। ফিচার্স- ১.৩ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর। ৭৬৮ এমবি র‌্যাম। ৫ ইঞ্চি ডিসপ্লে। ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এলইডি ফ্ল্যাশ। ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

৫) Karbon K9 Smart
দাম মাত্র ৪০০০ টাকা। ফিচার্স- ১.২ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর। ৫১২ এমবি র‌্যাম। ৫ ইঞ্চি ডিসপ্লে। ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা। এলইডি ফ্ল্যাশ। ১.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সূত্র: জিনিউজ।

সোনালীনিউজ/আমা

Wordbridge School
Link copied!