• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাপের কামড়ে বেদের মৃত্যু, হাসপাতালে স্ত্রী


সাতক্ষীরা প্রতিনিধি আগস্ট ২৩, ২০১৯, ০৬:১১ পিএম
সাপের কামড়ে বেদের মৃত্যু, হাসপাতালে স্ত্রী

সাতক্ষীরা : সাতক্ষীরায় বিষধর সাপের কামড়ে একলু মিয়া (৩৫) নামে এক বেদের মৃত্যু হয়েছে। একই সঙ্গে তার স্ত্রীও আলিনা খাতুন সাপের কামড়ে মারাত্মক আহত হয়েছেন।

শুক্রবার (২৩ আগস্ট) ভোরে সাতক্ষীরা সরদ উপজেলার আলিপুর নতুন বাজার এলাকায় এঘটনা ঘটে।

মৃত একলু মিয়া ও তার স্ত্রী আলিনা খাতুন যশোর জেলার কালিগঞ্জ উপজেলার বারোজার এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, বেদে একলু মিয়া ও তার স্ত্রী আলিপুর নতুন বাজার এলাকায় তাঁবু টাঙ্গিয়ে দীর্ঘদিন বসবাস করে আসছিলেন।

বৃহস্পতিবার গভীর রাতে তাদের দুজনকে বিষধর সাপ কামড় দেয়। রাতে স্থানীয়রা ওঝা ডেকে ঝাড় ফুঁ করেছিল। পরে অবস্থার অবনতি হওয়ায় ভোরে তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতলে ভর্তি করা হয়। এর কিছু সময় পর একলু মিয় মৃত্যুর কোলে ঢোলে পড়ে। তার স্ত্রী অচেতন অবস্থায় সদর হাসপাতলে চিকিসাধীন রয়েছেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিসিন চিকিৎসক ডা. আসাদুজ্জামান জানান, "বিষধর সাপের কামড়ে বেদে একলু মিয়ার স্ত্রীর চিকিৎসা চলছে। তবে তার অবস্থাও আশঙ্কাজনক।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!