• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাপের কামড়ে স্টেজেই মৃত্যু ইরমার


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৯, ২০১৬, ০৪:৫১ পিএম
সাপের কামড়ে স্টেজেই মৃত্যু ইরমার

বিনোদন ডেস্ক

গলায় প্যাঁচানো বিষধর সাপ নিয়ে গান গেয়ে যাচ্ছিলেন ইন্দেনেশিয়ার পপতারকা ইরমা বুলে। প্রায় ৪৫ মিনিট ধরে চোখ ধাঁধানো পারফর্মের পর স্টেজেই লুটিয়ে পড়লেন তিনি। প্রিয় শিল্পীর এমন অবস্থায় ভক্তরাও চুপসে গেছেন। কি হলো শিল্পীর? অনবরত বমি করছেন। আতঙ্কিত হয়ে গেলেন সবাই। চারদিকে দৌড় পড়ে গেল শিল্পীকে বাঁচাতে। কিন্তু ততক্ষণে ইরমা বুলে আর পৃথিবীতে নেই। সম্প্রতি এমনই অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে গেল। সাপের সঙ্গে সখ্য ছিল ইরমা বুলের। যেকোনো কনসার্ট কিংবা টিভি শোতে গাইতে গেলেও তাকে সাপের সঙ্গে নাচতে দেখা গেছে। শেষ পর্যন্ত সাপের কামড়েই মরতে হলো তাকে। গত ৪ঠা এপ্রিল ইন্দোনেশিয়ার ওয়েস্ট জাবার কারওয়াঙের এক কনসার্টে গাইছিলেন ইরমা বুলে। প্রথাগত নিয়মেই ওইদিনও শরীরে সাপ প্যাঁচিয়ে নিয়েছিলেন তিনি।

কিন্তু অন্যদিনের মতো বিষহীন ছিল না এ সাপটি। এটি ছিল বিষধর গোখরা। ইরমা স্টেজে প্রথম গান শুরুর সময়েই তার পায়ে কামড় বসিয়ে দেয় সাপটি। কিন্তু ইরমা এ নিয়ে খুব একটা বিচলিত ছিলেন না। কারণ তিনিতো জানতেন যে এটা বিষধর নয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ৪৫ মিনিট পরেই হঠাৎ মাথা ঘুরিয়ে স্টেজে পড়ে যান ইরমা। আর তখনই তার মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। এর অল্পক্ষণের মধ্যেই স্টেজেই মৃত্যু হয় তার।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!