• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাপের ভয়ে অফিসে যাচ্ছেন না প্রেসিডেন্ট


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ২০, ২০১৯, ০২:০৩ পিএম
সাপের ভয়ে অফিসে যাচ্ছেন না প্রেসিডেন্ট

ঢাকা: কোনো দাঙ্গা নয়, নির্বাচন নিয়ে জনগনের বিক্ষোভ কিংবা কোনো সহিংসতাও নয়! কিন্তু প্রেসিডেন্ট অফিসে যাচ্ছেন না। এমন ঘটনাই ঘটেছে লাইবেরিয়াতে। দেশটির প্রেসিডেন্ট জর্জ ওয়েয়া সাপের ভয়ে অফিসে যেতে পারছেন না।

প্রেসিডেন্টের কার্যালয়ের গণমাধ্যম বিষয়ক কর্মকর্তা স্মিথ টোবির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বুধবার ভবনটির অভ্যর্থনা কক্ষের দেয়ালের পাশের একটি গর্ত থেকে দুটো কালো সাপ বের হয়ে আসে।

পরে পুরো প্রেসিডেন্ট কার্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে নিজের কার্যালয় বাদ দিয়ে প্রেসিডেন্ট তার বাড়ি থেকে রাষ্ট্রীয় কাজ পরিচালনা করছেন। তবে প্রেসিডেন্ট খুব শীঘ্রই তার কার্যলয়ে ফিরবেন বলে জানান তিনি।

এদিকে স্থানীয় গণমাধ্যম কর্মকর্তাদের তোলা এক ভিডিওতে দেখা যায় সাপ দুটো ধীরে ধীরে নড়ছে। আর এটা দেখে ভয়ে কর্মচারীরা দূরে দাড়িয়ে আছেন। সাপগুলো তাড়াতে গর্তের ভিতরে ধোঁয়া দেয়া হচ্ছে।

তবে সাপগুলো এখনো ভবনে আছে কিনা তা বোঝা যাচ্ছে না। কর্মকর্তাদের ২২ এপ্রিল পর্যন্ত সাবধানে থাকতে বলা হয়েছে। পাশাপাশি ভবনটি থেকে নিরাপদ দুরত্বে থাকার আহ্বান জানানো হয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!