• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক গেইনারের শীর্ষে পিপলস ইন্স্যুরেন্স, লুজারে ফাইন ফুডস


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৮, ২০২০, ০৬:১৯ পিএম
সাপ্তাহিক গেইনারের শীর্ষে পিপলস ইন্স্যুরেন্স, লুজারে ফাইন ফুডস

ফাইল ছবি

ঢাকা: বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড। অন্যদিকে টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ফাইন ফুডস লিমিটেড।

গত সপ্তাহে মোট চার কার্যদিবস শেয়ারবাজারে লেনদেন হয়। এতে দর বাড়ারে শীর্ষে থাকা পিপলস ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩৯.৭১ শতাংশ বেড়েছে। শেয়ারটি গড়ে প্রতিদিন ৬ কোটি ৫ লাখ টাকার লেনদেন করে। আর পুরো সপ্তাহে কোম্পানিটি ২৪ কোটি ২০ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে নিটল ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে কোম্পানির সর্বোচ্চ দর বেড়েছে ৩০ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটির গড়ে প্রতিদিন ৫ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার  টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ২৩ কোটি ৪৩ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ২৯ দশমিক ২৯ শতাংশ। কোম্পানিটি গড়ে প্রতিদিন ৭ কোটি ৬৯ লাখ ৯৮ হাজার  টাকার  শেয়ার লেনদেন হয়েছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩০ কোটি ৭৯ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিলকো ফার্মাসিটিক্যালস. ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, রিপাবলিক ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও নাভানা সিএনজি লিমিটেড।

 বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে ছিল ফাইন ফুডস লিমিটেড। গেল সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৭.৮৪ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ২০ কোটি ৯৩ লাখ ৭৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ২৩ লাখ ৪৩ হাজার  টাকা।

দর পতনে দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৭ দশমিক ৪৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪১ লাখ ৮১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১০ লাখ ৪৫ হাজার টাকা।

শমরিতা হসপিটাল তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়রটির সর্বোচ্চ দর কমেছে  ৭.৪০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৬২ লাখ ২৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৫  লাখ ৫৭ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, নাহি অ্যালুমিনিয়াম, ফার্স্ট ফিন্যান্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সায়হাম টেক্সটাইল মিলস ও হামিদ ফেব্রিক্স লিমিটেড।

সোনালীনিউজ/এলএ/এমএএইচ

Wordbridge School
Link copied!