• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
রেইনট্রি হোটেলে ধর্ষণ

সাফাতের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ


আদালত প্রতিবেদক ফেব্রুয়ারি ১৪, ২০১৯, ০৩:১৯ পিএম
সাফাতের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ

ঢাকা : রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খাদেম উল কায়েস উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে ২৯ নভেম্বর সাফাত আহমেদের জামিন আবেদন করেন একই ট্রাইব্যুনালে।

২০১৭ সালের ৭ জুন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের (ভিকটিম সাপোর্ট সেন্টার) পরিদর্শক ইসমত আরা এমি পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্রটি আদালতে দাখিল করেন। ওই বছরের ১৯ জুন একই ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৭ সালের ২৮ মার্চ রাত ৯টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত ৫ আসামি মামলার বাদী এবং তার বান্ধবী ও বন্ধুকে আটকে রাখে। বাদী ও তার বান্ধবীকে জোর করে একটি কক্ষে নিয়ে যায় আসামিরা। পরে বাদীকে সাফাত আহমেদ ও তার বান্ধবীকে নাঈম আশরাফ একাধিকবার ধর্ষণ করে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!