• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাবেক উপদেষ্টার সাজা মওকুফ করলেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১১, ২০২০, ০৫:৫৬ পিএম
সাবেক উপদেষ্টার সাজা মওকুফ করলেন ট্রাম্প

ট্রাম্পের সাবেক উপদেষ্টা রজার স্টোন। ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক উপদেষ্টা রজার স্টোনের কারাদণ্ডের সাজা মওকুফ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট তার ক্ষমতাবলে সাবেক উপদেষ্টা রজার স্টোনের সাজা মওকুফ করে দিয়েছেন। খবর আলজাজিরার।

খবরে বলা হয়, প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে আইনপ্রণেতাদের মিথ্যা বলা, তাদের কাজে বাধা দেয়া ও সাক্ষীদের প্রভাবিত করার দায়ে স্টোনকে ফেব্রুয়ারিতে ৪০ মাসের কারাদণ্ড দিয়েছিল যুক্তরাষ্ট্রের একটি আদালত।

কারাদণ্ডের পাশাপাশি স্টোনকে ২০ হাজার ডলার জরিমানা এবং ২৫০ ঘণ্টা কমিউনিটি সার্ভিস দেয়ারও সাজা দিয়েছিলেন বিচারক অ্যামি বারম্যান। রায় অনুযায়ী মঙ্গলবারই ট্রাম্পের সাবেক এ উপদেষ্টাকে জর্জিয়ার জেসুপ কারাগারে যেতে হত। কিন্তু ট্রাম্পের ক্ষমার ফলে ৬৭ বছর বয়সী স্টোনকে আর কারাগারে যেতে হচ্ছে না।

আল জাজিরা জানিয়েছে, স্টোন ওয়াশিংটন ডিসির একটি আদালতে তার কারাদণ্ড শুরুর তারিখ পিছিয়ে দেয়ার আবেদন করেছিলেন। শুক্রবার আদালত ওই আবেদন খারিজ করে দেয়ার কিছু সময় পরেই ট্রাম্পের এ সাবেক উপদেষ্টার সাজা মওকুফের ঘোষণা আসে।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!