• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাবেক এমপি খন্দকার আব্দুল বাতেন আর নেই


টাঙ্গাইল প্রতিনিধি জানুয়ারি ২১, ২০১৯, ০৬:৫৩ পিএম
সাবেক এমপি খন্দকার আব্দুল বাতেন আর নেই

টাঙ্গাইল : মুক্তিযুদ্ধের অন্যতম বাতেন বাহিনীর প্রধান ও টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) খন্দকার আব্দুল বাতেন (৭২)  আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২০ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকার ন্যাম ভবনের বাসায় তিনি মৃত্যুবরণ করেছেন।

জানা যায়, তিনি দীর্ঘ কয়েকদিন যাবৎ বুকে ব্যাথা অনুভব করছিলেন। সম্প্রতি পরে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে চিকিৎসা নেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র এবং এক কন্যাসহ অসংখ্য ভক্ত অনুসারী রেখে গেছেন।

তার মৃত্যুতে নাগরপুর দেলদুয়ারসহ টাঙ্গাইলের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল বাতেনের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অ্যাড. তারানা হালিম।

উল্লেখ্য, খন্দকার আব্দুল বাতেন ২০০৮ সালে সতন্ত্র ও ২০১৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবার ২০১৯ সালের নির্বাচনে তাকে বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয় বর্তমান এমপি আহসানুল ইসলাম টিটুকে। তিনি মহান মুক্তিযুদ্ধের সময় বাতেন বাহিনী গড়ে তুলেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!