• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাব্বিরকে কেন এত পছন্দ করেন মাশরাফি?


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২৩, ২০১৯, ০৮:৫৭ পিএম
সাব্বিরকে কেন এত পছন্দ করেন মাশরাফি?

ছবি: সংগৃহীত

ঢাকা: দল ঘোষণার আগে থেকেই গুঞ্জন ছিল নিউজিল্যান্ড সফরের দলে ফিরছেন ‘নিষিদ্ধ’ সাব্বির রহমান। আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞার পর গত ছয় মাসে ঘরোয়া ক্রিকেটে চার দিনের ম্যাচ ও টি-টোয়েন্টি মিলিয়ে ২১ ম্যাচ খেলেছেন তিনি। একটি ইনিংসও তিন অঙ্কে নিয়ে যেতে পারেননি। ফিফটি করেছেন তিনটি।

সাব্বিরকে দলে নেওয়ার ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন আগেই বলে নিলেন, ‘এটা আমরা দল দেওয়ার আগেই জেনেছি। শৃঙ্খলা কমিটির ব্যাপার। জানুয়ারির ৩১ তারিখের পর থেকে ওকে পাওয়া যাবে (আন্তর্জাতিক ক্রিকেট)। এটা আপনাদেরও বলা হয়নি, ওর শাস্তি এক মাস কমিয়ে আনা হয়েছে। আমরা ওভাবেই চিন্তা করে তাঁকে নিয়েছি।’

সাব্বিরের দলে ফেরা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর নিষেধাজ্ঞার মেয়াদ ফেব্রুয়ারির শেষ দিন পর্যন্ত হওয়ার কথা। সময় শেষ না হতেই কিভাবে সাব্বির দলে জায়গা পেলেন? উপরন্তু ঘরোয়া ক্রিকেটে যে তিনি খুব ভালো করেছেন তাও নয়। বারবার বিতর্কে জড়িয়ে খবরের শিরোনাম হওয়া সাব্বিরকে নিয়েই সংবাদ সম্মেলনে বেশি কথা শুনতে হয়েছে প্রধান নির্বাচককে। এক পর্যায়ে তিনি রেগেই গেলেন, ‘একজন খেলোয়াড় নিয়ে কেন বারবার প্রশ্ন?’

সাব্বির যা করেছেন অতীতে সেটা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। এবার মিনহাজুল আসল কথাটা বলে দিলেন। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বিশেষ অনুরোধেই নাকি দলে নেওয়া হয়েছে সাব্বিরকে, ‘সাব্বিরের পারফরম্যান্স...পরিষ্কার করে দিই, এটা সম্পূর্ণ আমাদের অধিনায়কের পছন্দের। ও খুব জোরালো ভাবে আমাদের কাছে ওকে নেওয়ার দাবি জানিয়েছে। এবং আমরা দুজনই এটার পক্ষে একমত হয়েছি। সে এমন একজনকে চাচ্ছে যে লোয়ার মিডল অর্ডারে ফাস্ট বোলারকে সামলাতে পারবে। বিশ্বকাপের পরিকল্পনা করেই ওকে নেওয়া হয়েছে। দেখা যাক, অধিনায়ক যথেষ্ট আত্মবিশ্বাসী তাঁর ব্যাপারে। আমরাও আশাবাদী সে ফিরে আসবে।’

সাব্বিরকে আগে থেকেই পছন্দ করতেন মাশরাফি। এই বিপিএলে সাব্বির ৮৫ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন রংপুর রাইডার্সের বিপক্ষে। যেটি মাঠেই দাঁড়িয়ে দেখেছেন মাশরাফি।

মঙ্গলবার খুলনা-রংপুর ম্যাচের পর বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক সাব্বিরের প্রশংসা করেছেন, ‘বিশ্বকাপের কথা যদি ভাবেন সাতে এমন ব্যাটসম্যান কই, যে ন্যাঁড়া উইকেটে কাজে লাগিয়ে প্রতিপক্ষের দুর্দান্ত ফাস্ট বোলারদের বিপক্ষে রান তুলতে পারবে। সাতে তো অনেককে পরীক্ষা-নিরীক্ষা করেছি। খুব ভালো ফল কি পেয়েছি?’

এখন সাব্বিরের পালা অধিনায়কের আস্থার প্রতিদান দেওয়া। তবে একটা নেতিবাচক বার্তাও কী দেওয়া হলো না? অপরাধ করে শাস্তি পেলে সেই শাস্তিও কমিয়ে আনা সম্ভব!

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!