• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সামদ্রিক জ্বালানি বিক্রি করবে পদ্মা অয়েল ও মেঘনা পেট্রোলিয়াম


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৩, ২০২০, ০১:৫১ পিএম
সামদ্রিক জ্বালানি বিক্রি করবে পদ্মা অয়েল ও মেঘনা পেট্রোলিয়াম

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়াত্ত পদ্মা অয়েল ও মেঘনা পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেড শুল্কমুক্ত মেরিন ফুয়েল বা সামদ্রিক জ্বালানি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)ওয়েব সাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

জানা গেছে, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) রেগুলেশন অনুযায়ী মেরিন ফুয়েল বিক্রি করবে কোম্পানি দুইটি।

সূত্র জানায়, পদ্মা অয়েল কোম্পানিকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন শুল্কমুক্ত মেরিন ফুয়েল বিক্রির জন্য দাম নির্ধারণ করে দিয়েছে। কোম্পানিটি চট্টগ্রাম এবং মংলা বন্দরে দেশি-বিদেশি জাহাজের জন্য  মেরিন ফুয়েল সরবরাহ করবে।

অন্যদিকে মেঘনা পেট্রোলিয়াম বাংলাদেশের পানিতে দেশি এবং বিদেশি জাহাজের বাংকার হিসাবে শুল্কমুক্ত মেরিন ফুয়েল বিক্রি করবে।

কোম্পানি দুইটি প্রতি লিটার মেরিন ফুয়েল বিক্রি করে ৫৫ টাকা মার্জিন পাবে।

সোনালীনিউজ/এলএ/টিআই

Wordbridge School
Link copied!