• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল দৈত্য মাছ!


বিচিত্র সংবাদ ডেস্ক মার্চ ২১, ২০১৯, ১০:২২ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল দৈত্য মাছ!

ঢাকা: দক্ষিণ অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে পাওয়া একটি দৈত্যাকৃতির মাছ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বিবিসি জানায়, এটি বিশেষজ্ঞরা পরীক্ষা করেছেন। এটি সামুদ্রিক মাছ সানফিস। মাছটি লম্বায় ছয় ফুট। মৎস্যজীবীদের একটি দল বালিতে এ মাছটি ধরেছে।

ফেসবুকে পোস্ট দেন লাইন্ট গ্রেজলেকের স্বামী। প্রথমে এটিকে সমুদ্রে ভেসে আসা কাঠের টুকরা মনে করেছিলাম বলে জানান লাইন্ট গ্রেজলেক। তিনি বিবিসিকে বলেন, আমি মনে করিনি এটা সত্য ছিল না, যতক্ষণ না আমি গুগলে সানফিশ খোঁজ করেছি।

তিনি জানান, তার স্বামী স্টিভেন জনস এক বছর ধরে মাছ ধরার কাজে নিয়োজিত রয়েছেন। তিনি বলেন, আমার বাস্তব জীবনে এত বড় মাছ দেখিনি।

তারা কেন এটির ছবি তোলে, তিনি বলেন, এটি অত্যন্ত ভারি ছিল, ত্বক রুক্ষ এবং চামড়ার মতো ছিল। সূত্র: বিবিসি

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!