• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সারাদেশে নৌযান চলাচল শুরু


নিউজ ডেস্ক নভেম্বর ১১, ২০১৯, ০২:১৮ পিএম
সারাদেশে নৌযান চলাচল শুরু

ঢাকা : ঘূর্ণিঝড় 'বুলবুল'-এর প্রভাব অনেকটা স্বাভাবিক হয়ে আসায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় সারাদেশের অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে দেশের অভ্যন্তরীণ নৌরুটগুলো সব ধরনের নৌযান চলাচল শুরু হয় বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে।

এর আগে রোববার রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরাত দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান সোমবার সকাল থেকে সারাদেশের অভ্যন্তরীণ নৌরুটগুলোতে সব ধরনের নৌযান চলাচল শুরু হবে বলে জানিয়েছিলেন।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর কারণে আবহাওয়া বিরূপ থাকায় শনিবার রাত থেকে পদ্মা-মেঘনাসহ দেশের কয়েকটি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল। পরে রোববার সকাল থেকে দেশের আরো কয়েকটি নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ করা হয়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!