• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সারাদেশে ২৫ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৮, ২০২০, ০৬:১১ পিএম
সারাদেশে ২৫ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

ফাইল ছবি

ঢাকা : করোনাকালীন সারাদেশে পেঁয়াজের সঙ্গে পাল্লা দিয়ে আলুর দাম বাড়ছে। ফলে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পেঁয়াজ, তেল ও ডালের সঙ্গে এবার আলু বিক্রি করতে যাচ্ছে। আগামী বুধবার থেকে টিসিবি সারাদেশে ২৫ টাকা কেজিতে আলু বিক্রি করতে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সারাদেশে আলু দামে অস্থিরতা সৃষ্টি হলে তা নিয়ে রোববার (১৮ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ে কোল্ডস্টোরেজ মালিকদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। 

বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, দেশ কৃষি বিপণন অধিদপ্তর থেকে তিন স্তরে যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেটা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। তবে যারা নির্ধারিত দামে আলু বিক্রি করবে না তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!