• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সারাদেশে ২৫-৩১ জুলাই মশক নিধন সপ্তাহ ঘোষণা


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৭, ২০১৯, ০৭:২৪ পিএম
সারাদেশে ২৫-৩১ জুলাই মশক নিধন সপ্তাহ ঘোষণা

ঢাকা: স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন, দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় আগামী ২৫ থেকে ৩১ জুলাই সারাদেশে মশক নিধন সপ্তাহ পালন করা হবে। 

বুধবার (১৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থ দিনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। 

প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আগামী ২৫ থেকে ৩১ তারিখ সারাদেশে মশক নিধন সপ্তাহ পালন করা হবে। এ বিষয়ে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে।'

তিনি বলেন, মশার ওষুধ নিয়ে পরীক্ষা চলছে। আমি ইচ্ছা করলে এমন কোনো ওষুধ পরিবেশে দিতে পারি না যেটা মশা মারতে গিয়ে মানুষের ক্ষতি হয়। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমাদের ওষুধের অনুমতি নিতে হয়। তারা যেটার অনুমোদন দেয় আমরা সেটা ব্যবহার করি।

এ লক্ষ্যে ওষুধ ভেজাল রোধে গতকাল দুই সিটি কর্পোরেশনের সঙ্গে বৈঠক হয়েছে। সিটি কর্পোরেশন যে ওষুধ ব্যবহার করছে তার মানে কোনো ত্রুটি আছে কি না- তা আবার পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দেয়া হয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!