• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাসেক্সে খেলার অনুমতি পেলেন মুস্তাফিজ


ক্রীড়া প্রতিবেদক জুলাই ১, ২০১৬, ০১:০২ পিএম
সাসেক্সে খেলার অনুমতি পেলেন মুস্তাফিজ

ইংল্যান্ডের কাউন্টি দল সাসেক্সে খেলা নিয়ে নানা শঙ্কা ছিলো। অবশেষে সব শঙ্কা দূর হলো। খেলার অনুমতি পেয়েছেন মুস্তাফিজুর রহমান। বিসিবির পরিচালক শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৬ ম্যাচে ১৭ উইকেট নেওয়া মুস্তাফিজের গত মাসেই সাসেক্সে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু ইনজুরিতে থাকায় তাকে পুনর্বাসনে পাঠায় বিসিবি। আইপিএল থেকে ডান পায়ের অ্যাংকেল ও হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে ফিরেন মুস্তাফিজ।

গত ৯ জুন বিসিবির ফিজিও-ট্রেনারদের তত্ত্বাবধানে মুস্তাফিজের পুনর্বাসন শুরু হয়। ২৩ জুন নেটে বোলিং করেন মুস্তাফিজ। এরপর ধারাবাহিকভাবে একদিন পরপর বোলিং করেছেন বাঁহাতি এ পেসার।

যতটুকু জানা গেছে মু্স্তাফিজের ফিটনেস সম্পর্কে বিসিবিকে ইতিবাচক ফল দিয়েছেন ট্রেনার ও ফিজিও। তাদের রিপোর্টের ভিত্তিতে মুস্তাফিজকে কাউন্টি ক্রিকেট খেলার অনুমতি দিয়েছে বিসিবি। তবে আগামীকাল শনিবার মুস্তাফিজের শেষ ফিটনেস পরীক্ষা হওয়ার কথা রয়েছে। যদিও শেষ পরীক্ষাটি আনুষ্ঠানিকতা মাত্র! ফিটনেস পরীক্ষা দিয়ে বিকেলে গ্রামের বাড়ির পথে রওনা হবেন মুস্তাফিজ। পরিবারের সঙ্গে সেখানেই ঈদ করবেন তিনি।

বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘আমাদের মেডিকেল টিম মুস্তাফিজের ফিটনেস নিয়ে ইতিবাচক রিপোর্ট দিয়েছে। সে বেশ উন্নতি করেছে। ইংল্যান্ডে যাওয়ার আগে যতটুকু সময় আছে সে পর্যন্ত ওর আরও উন্নতি হবে।’

ইংল্যান্ডে যাওয়ার বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘ভিসা পেলে আগামী ১৩ জুলাই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে মুস্তাফিজ।’

১৫ জুলাই ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে হ্যাম্পশায়ারের বিপক্ষে খেলার কথা রয়েছে মুস্তাফিজের। ওই ম্যাচ না খেললেও অন্তত ইংল্যান্ডে পৌঁছে দলের সঙ্গে যোগ দিবেন বাংলাদেশের এ পেস তারকা। গত সপ্তাহে মুস্তাফিজের ইংল্যান্ডের ভিসা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। ঈদের আগেই ভিসা পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টের চারটি ম্যাচের পর রয়্যাল লন্ডন ওয়ানডে ক্লাবে অন্তত চারটি ম্যাচ খেলবেন ‘দ্যা ফিজ।’

সোনালীনিউজ/ঢাকা/এএম

Wordbridge School
Link copied!