• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাহারা খাতুনের প্রথম জানাজা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক জুলাই ১১, ২০২০, ১০:১১ এএম
সাহারা খাতুনের প্রথম জানাজা অনুষ্ঠিত

ঢাকা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় তেজগাঁওয়ের বাইতুর শরফ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

শুক্রবার (১০ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে (বিএস ২১৪) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তার মরদেহ। 

আরো পড়ুন ঃ  সাহারা খাতুনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

এর আগে শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ১৯ মিনিটে থাইল্যান্ডের ব্যাংককের সুবর্নভূমী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাহারা খাতুনের মরদেহ বহনকারী বিশেষ ফ্লাইটটি রওনা দেয়।

সাহারা খাতুন ২০০৮ সালে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এই আসনে তিনি পর পর তিন বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠন হলে তিনি দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। এর পর ওই মন্ত্রীসভায় তার দপ্তর পরিবর্তন হলে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!