• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিএনজি-লেগুনা মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত


কক্সবাজার প্রতিনিধি সেপ্টেম্বর ২০, ২০১৯, ০৮:৩৭ এএম
সিএনজি-লেগুনা মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত

কক্সবাজার: কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে সিএনজি-লেগুনা মুখোমুখি সংঘর্ষে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত নারীর স্বামী। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় মেরিন ড্রাইভ সড়কে ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার জাকির হোসেনের স্ত্রী সমজিদা বেগম (৩৫) ও তার ১ বছরের ছেলে সুহাইব।

দুর্ঘটনায় ঘটনাস্থলে মায়ের মৃত্যু হলেও রাত ১০টার দিকে কক্সবাজার নেয়ার পথে ছেলে সোয়াইবের মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, অসুস্থ্য সোয়াইবের চিকিৎসা শেষে সিএনজি যোগে কক্সবাজার থেকে বাড়ি ফিরছিন পরিবারটি। পথে বড়ডেইল এলাকায় বিপরীত দিক থেকে আসা লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজিটির।

এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সমজিদাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। গুরুত্বর আহত সোয়াইবকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে নেয়ার পথে তার মৃত্যু হয়। এঘটনায় আহত জাকির হোসেন স্ত্রী-সন্তানকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়েছেন।

টেকনাফ বাহারছড়া শামলাপুর ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান, চালক পালিয়ে গেলেও দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি পুলিশ আটক করেছে।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!