• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিগারেট খাওয়া তথ্য বাবাকে দেয়ায় পিটিয়ে হত্যা


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১, ২০১৯, ১২:০৭ পিএম
সিগারেট খাওয়া তথ্য বাবাকে দেয়ায় পিটিয়ে হত্যা

ঢাকা : সিগারেট খাওয়াকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে  এক পিয়নকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

রোববার (১ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে হাসপাতালের বহির্বিভাগের ফটকে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে এ হত্যাকাণ্ড ঘটেছে।

নিহতের নাম আমির হোসেন। তার বয়স ৫০। পিতা মৃত কোরবান আলী। বাড়ি শরীয়তপুর জেলার জাজিরায়। তিনি ঢাকা মেডিকেলের কিডনী বিভাগের পিয়ন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে, থানায় মামলার প্রস্তুতি চলছে।  লাশ ঢাকা মেডিকেল মর্গে রয়েছে।  আটক ব্যক্তির নাম ইবরাহীম।

ইবরাহীমের বাবা পিআইডব্লিউতে চাকরি করেন।  সিগারেট খাওয়া নিয়ে ইবরাহীম ও আমির হোসেনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। ইবরাহীমের সিগারেট খাওয়ার তথ্য তার বাবাকে আমির হোসেন দিয়েছেন বলে দোষারুপ করতেন ইবরাহীম। এ নিয়ে সকালে শহীদ মিনারের পাশে ইবরাহীম ও আমির হোসেনের মধ্যে বাদানুবাদ হচ্ছিল।  একপর্যায়ে ইবরাহীম সঙ্গে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে আমির হোসেনের মাথায় আঘাত করেন।  সঙ্গে সঙ্গে আমির হোসেন মাটিতে লুটিয়ে পড়েন।  তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।  পরে পুলিশ এসে ইবরাহীমকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!