• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিঙ্গাপুরে ওবায়দুল কাদের


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৫, ২০১৯, ১২:২৯ পিএম
সিঙ্গাপুরে ওবায়দুল কাদের

ঢাকা : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ফলো আপ চিকিৎসার জন্য সিঙ্গাপুর পৌঁছেছেন।

রোববার (১৪ জুলাই) বিকাল ৫টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময়) তিনি সিঙ্গাপুরে পৌঁছান।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুপুর ১টা ২৫ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

আবু নাসের জানান, সড়কমন্ত্রী ওবায়দুল কাদের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ফলোআপ চিকিৎসা করাবেন। এর আগে তিনি একই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে মে মাসের ১৫ তারিখে দেশে ফিরেছিলেন।

সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আরও জানান, তার সহধর্মিণী বেগম ইশরাতুননেসা কাদের তার সঙ্গে আছেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক আবু নাসার রিজভী সিঙ্গাপুরে আছেন।

চারদিনের সফর শেষে ১৭ জুলাই ওবায়দুল কাদেরের দেশে ফেরার কথা রয়েছে।

চলতি বছরের মে মাসের ১৫ তারিখে সিঙ্গাপুরে টানা দুই মাস চিকিৎসার শেষে দেশে ফেরেন ওবায়দুল কাদের। গত মার্চ মাসের ৩ তারিখ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন। এ সময় তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। ৪ মার্চ উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!