• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘সিনহা নিজেই বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করছেন’


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৫, ২০১৮, ০৭:০১ পিএম
‘সিনহা নিজেই বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করছেন’

ঢাকা: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা নিজেই বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করছেন।

তিনি বলেন, আপিল বিভাগের অন্য বিচারপতিরা সে সময় কেন সিনহার সঙ্গে বসতে চাননি তা প্রকাশ পেলে আরো দুর্গন্ধ ছড়াবে। তাতে বিচার বিভাগের ভাবমূর্তি আরও নষ্ট হবে।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে নিজের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মাহবুবে আলম।

অ্যাটর্নি জেনারেল বলেন, বিচারপতি এস কে সিনহা বিদেশে বসে যে বই লিখেছেন, তাতে দেশের বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সবচেয়ে বড় কথা হলো তিনি যা করছেন এটা বিচার বিভাগের ভাবমূর্তি উনি নিজেই নষ্ট করছেন।

তিনি বলেন, এই সরকারের আমলে অনেক বিচারপতি কাজ করে গেছেন। তাদের মধ্যে কেউ কিন্তু সরকারের বিরুদ্ধে কোন অভিযোগ করেননি। এস কে সিনহা অভিযোগ করছেন, কিন্তু ষ্পষ্ট করেননি কেন উনার সঙ্গে উনার সহকারী বিচারপতিরা একসঙ্গে বসতে চাননি।

মাহবুবে আলম বলেন, উনি প্রধান বিচারপতি থাকার সময় উনার সঙ্গে যারা বিচারকার্য পরিচালনা করেছেন, তাদের সম্পর্কে কোনো রকম কটূ মন্তব্য করা বা বাজে কথা বলা খুবই অগ্রহণযোগ্য এবং এই কাজটা করে উনি নিজেই বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করছেন।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!