• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিনিয়র সচিব হলেন মাসুদ বিন মোমেন


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৫, ২০২০, ০৭:০৫ পিএম
সিনিয়র সচিব হলেন মাসুদ বিন মোমেন

ঢাকা: পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাকে পদোন্নতি দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে গত বছরের ৩১ ডিসেম্বর পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পান মাসুদ বিন মোমেন।

১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ার আগে  জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৯ জানুয়ারি সিনিয়র সচিব পদ চালু করে সরকার। মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের পরেই সিনিয়র সচিবদের অবস্থান।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!