• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিনেমা স্টাইলে স্কুলছাত্রীকে অপহরণ


রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি সেপ্টেম্বর ৭, ২০২০, ০২:০২ পিএম
সিনেমা স্টাইলে স্কুলছাত্রীকে অপহরণ

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে এক স্কুলছাত্রী অপহরণের অভিযোগে থানায় মামলা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) রাতে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে অজ্ঞাতসহ ৬ জনের বিরুদ্ধে রাজাপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতেই এজাহারভূক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে। অপহৃতা ছাত্রীকে এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলো-উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি গ্রামের মো. জালাল হাওলাদারের ছেলে মো. ইসমাইল হাওলাদার (২২), আলী আহম্মদ হাওলাদারের ছেলে মো. শাহ জালাল হাওলাদার (২৩)। 

মামলা সূত্রে জানাগেছে, স্কুলছাত্রী উপজেলা সদর ইউনিয়নের একটি বিদ্যালয়ে ১০ম শ্রেণি অধ্যায়নরত। উপজেলার ভাতকাঠি এলাকার মো. জামাল হাওলাদারের ছেলে মো. এছাহাক হাওলাদার (১৯) এর সাথে দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক ছিল। 

ঘটনার দিন রোববার (৬ সেপ্টেম্বর) সকালে ও ছাত্রী তার বাবার বাড়ি থেকে বাজারে আসার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে এছাহাক, ইসমাইল, শাহ জালালসহ অজ্ঞাতরা ছাত্রীকে জোড়পূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে পালিয়ে যায়। 

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, এজাহারভূক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার ও ছাত্রীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে আদালতে পাঠানো হয়েছে।

সোনালীনিউজ/এনএএইচ/এএস

Wordbridge School
Link copied!