• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
করোনাভাইরাস

সিরাজগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ১৮ জন


সিরাজগঞ্জ প্রতিনিধি মার্চ ১৭, ২০২০, ০৮:২০ পিএম
সিরাজগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ১৮ জন

ছবি: ইন্টারনেট

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে বিদেশফেরত ১৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, এখন পর্যন্ত জেলার বেলকুচি উপজেলায় ৫ জন, রায়গঞ্জে ৩ জন, কাজীপুরে ১ জন ও উল্লাপাড়া উপজেলার ৯ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তাদের শরীরে করোনা আক্রান্তের কোনো লক্ষণ না থাকলেও সতর্কতার জন্য তাদের ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এছাড়া বিদেশ থেকে আসা ওই ১৮ জনকে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে জানিয়ে সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম। 

তিনি বলেন, সিভিল সার্জন কার্যালয়ের একটিসহ জেলার প্রতিটি উপজেলায় একটি করে মোট ১০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এ সকল মেডিকেল টিম তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

তিনি আরো জানান, জেলার বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের জন্য ইতোমধ্যেই ৬৫টি আইসোলেশন বেড স্থাপন করা হয়েছে। তবে এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত কোনো রোগীর সন্ধান পাওয়া যায়নি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!