• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিরিজ জয়ে ভূমিকা রাখতে পেরে উচ্ছ্বসিত লিটন


ক্রীড়া প্রতিবেদক আগস্ট ৬, ২০১৮, ০৬:২২ পিএম
সিরিজ জয়ে ভূমিকা রাখতে পেরে উচ্ছ্বসিত লিটন

ঢাকা: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি জিতে এগিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, আর দ্বিতীয়টি জিতে সমতা ফেরায় বাংলাদেশ। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি রুপ নেয় অঘোষিত ফাইনালে। সোমবার (৬ জুলাই) সিরিজ নির্ধারণী সেই ম্যাচে ক্যারিবীয়দের ১৯ রানে হারিয়ে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয় টাইগাররা। এই জয়ে বড় অবদান ওপেনার লিটন দাসের। ছয়টি চার আর তিন ছক্কায় ৩২ বলে ৬১ রান করে ম্যাচ সেরার পুরষ্কার জেতেন ওয়ানডে সিরিজে বসে থাকা এই ব্যাটসম্যান।  

এই জয়ে ছয় বছর পর বিদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। দেশের ক্রিকেটের গৌরবগাঁথার অংশ হতে পেরে দারুণ উচ্ছ্বসিত লিটন। পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেন, ‌‌‘নিঃসন্দেহে এটি আমাদের স্মরণীয় জয়। ওয়েস্ট ইন্ডিজ অনেক শক্তিশালী দল। এ ফরম্যাটের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন তারা। তাদের বিপক্ষে জয়টা অবশ্যই বিশেষ কিছু। এখানকার উইকেট অনেকটা আমাদের দেশের মতো। তা কাজে লেগেছে। শট সিলেকশন ভালো হয়েছে। টি-টোয়েন্টিতে এটি আমার প্রথম হাফসেঞ্চুরি। নিজেকে ভাগ্যবান মনে করি।’

এদিন মোহাম্মদ আশরাফুলের পর টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি তুলে নিয়ে দলেরর জয়ে বড় অবদান রেখেছেন লিটন দাস। লিটনের এই ইনিংসটা আজ প্রমাণ করল, সিনিয়র এবং তরুণ খেলোয়াড়েরা যদি একসঙ্গে জ্বলে ওঠেন, বাংলাদেশ সাফল্য পাবেই, খেলাটা দেশে হোক কিংবা বিদেশে।

২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষক হওয়া লিটন খেলেছেন ১৫টি টি-টোয়েন্টি। বাকি ম্যাচগুলোতে সেভাবে জ্বলে উঠতে পারেননি। অবশেষে ১৫তম ম্যাচে জ্বলে উঠলে লিটন। ‘পিচ আমাদের দেশের মতো। তাই সহজে পরিকল্পনা করতে পেরেছি। এটা আমার প্রথম হাফ সেঞ্চুরি। অনেক দিন ধরেই রান করতে পারছিলাম না। রান করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!