• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় বিমান হামলা, ২৩ বেসামরিক নাগরিক নিহত


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ৪, ২০১৮, ০৬:৩৮ পিএম
সিরিয়ায় বিমান হামলা, ২৩ বেসামরিক নাগরিক নিহত

ঢাকা : সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে দেশটির বিরোধী দলের শক্তিশালী ঘাঁটি ইস্টার্ন গোতা লক্ষ্য করে রাশিয়া ও আসাদ বাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে নারী ও শিশুসহ কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) পরিচালিত এ বিমান হামলায়। নিহতদের মধ্যে তিন শিশু ও ১১ জন নারী রয়েছে। এদের বেশির ভাগই রাশিয়ার বিমান হামলায় নিহত হয়। ইস্টার্ন গোতার বেশির ভাগ এলাকা জাইশ আল-ইসলাম গ্রুপের বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। দামেস্কের পূর্বে ছোট এ ভূ-খণ্ডের অবস্থান।

দেশটির মিসরাবা শহরে রাশিয়ার বিমান হামলায় ১৮ জন নিহত হয়। বাকি পাঁচজন সিরিয়ার সরকারি বাহিনীর গোলাবর্ষণে প্রাণ হারায়।

উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়া সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩ লাখ ৪০ হাজারের বেশি লোক নিহত হয়েছে এবং গৃহহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!