• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিলেট পর্বের শেষ ম্যাচে ব্যাট করছে চিটাগং ভাইকিংস


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৯, ২০১৯, ০৭:০৩ পিএম
সিলেট পর্বের শেষ ম্যাচে ব্যাট করছে চিটাগং ভাইকিংস

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৬ষ্ঠ আসরে সিলেট পর্বের শেষ ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে ব্যাট করছে চিটাগং ভাইকিংস। সতর্ক সূচনা করেও দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারিয়েছে বন্দর নগরীর দলটি। ক্যামেরন ডেলপোর্ট সাজঘরে ফেরার পর ক্রিজে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মাদ শাহজাদ এবং ইয়াসির আলী।  

শনিবার (১৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন খুলনা টাইটান্স অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। চলতি আসরে মোটেও সুবিধা করতে পারছে না রুপসা পড়ের দলটি। ঢাকা পর্বে তো জয়ের মুখই দেখেনি মাহমুদউল্লাহরা। সিলেটে পর্বে প্রথম জয়ের দেখা পায় খুলনা। তবে সেই ধারা অব্যাহত রাখতে পারেনি খুলনার খেলোয়াড়রা। ঢাকায় মুশফিকের চিটাগংয়ের বিপক্ষে প্রথম মোকাবিলায় হেরেছিল খুলনা। প্রথম লড়াইয়ে সুপার ওভারে জিতেছিল চিটাগং। ফিরতি ম্যাচে খুলনার জয়ের বিকল্প নেই। ৬ ম্যাচে মাত্র ১ জয়ে সবার শেষে তারা।

অপরদিকে বিপিএলের চলমান আসরে ইতিমধ্যে চারটি ম্যাচ খেলেছে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন চিটাগাং ভাইকিংস। চার খেলায় তিনটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে আছে চিটাগাং।

খুলনা টাইটানস একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), জুনায়েদ সিদ্দিক, পল স্টারলিং, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), আল আমিন, আরিফুল হক, ডেভিড উইজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, লাসিথ মালিঙ্গা, শুভাশিষ রায়।

চিটাগং ভাইকিংস একাদশ: মুশফিকুর রহিম (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), ক্যামেরন ডেলপোর্ট, ইয়াসির আলী, নাজিবউল্লাহ জাদরান, মোসাদ্দেক হোসেন, দাসুন শানাকা, নাঈম হাসান, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ, আবু জায়েদ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!