• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিলেট স্টেডিয়ামের প্রশংসা করে যা বললেন ওয়ার্নার (ভিডিও)


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২০, ২০১৯, ০৫:৫৪ পিএম
সিলেট স্টেডিয়ামের প্রশংসা করে যা বললেন ওয়ার্নার (ভিডিও)

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের অষ্টম ভেন্যু হিসেবে ৩ নভেম্বর অভিষেক হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্প দূরত্বে অবস্থিত সবুজ পাহাড়টিলা আর নয়নাভিরাম চা বাগানের মনোরম পরিবেশ বেষ্টিত এই স্টেডিয়ামটি। প্রথম দর্শনেই ভালো লাগার মতো একটি স্থাপনা। যা খুব সহজেই নজর কেড়েছে সিলেট সিক্সার্সের অস্ট্রেলিয়ান অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে। দেশে ফিরে যাওয়ার আগে তাই সিলেট স্টেডিয়ামের প্রশংসা করতে ভোলেননি এই অসি ক্রিকেটার।   

শনিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২২তম ম্যাচ দিয়ে শেষ হয়েছে সিলেট পর্বের। একদিন বিরতি দিয়ে সোমবার আবারও ঢাকায় শুরু হতে যাচ্ছে উপমহাদেশের অন্যতম জনপ্রিয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। তবে কনুইয়ের চোট আর বিপিএল খেলতে দিচ্ছে না ওয়ার্নারকে। রোববার দেশে ফিরে গেছেন এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। তবে যাওয়ার আগে বিপিএলে খেলার সুযোগ করে দেয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ জানিয়েছেন। প্রশংসা করেছেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের।  

বিসিবিকে ধন্যবাদ জানিয়ে ওয়ার্নার বলেন, ‘দর্শকে ভরপুর এই গ্যালারি দারুণ। আমি বিসিবিকে ধন্যবাদ দিতে চাই আমাকে এখানে এসে খেলার সুযোগ করে দেওয়ার জন্য। দারুণ পরিবেশ। আশা করি আমার দল সামনে কিছু ম্যাচ জিতবে।’

১৯৫ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েও এদিন অল্পের জন্য জয়ের দেখা পায়নি সিলেট সিক্সার্স। ম্যাচ শেষে ওয়ার্নার নিজেদের ফিল্ডিং দুর্বলতার দিকে ইঙ্গিত করে বলেন, ‘১৯৪ রান তাড়া করার মতই ছিল। কিন্তু প্রতিপক্ষকে চারটি সুযোগ দেওয়া মানে রান তাড়া তাদের জন্য আরও সহজ হয়ে যাওয়া। তাদে ডি ভিলিয়ার্স ছিল, যে বিশ্বমানের একজন ক্রিকেটার।’

দীর্ঘদিন ধরে ফর্মের সাথে যুদ্ধ করলেও এই ম্যাচে চওড়া ছিল সিক্সার্স ব্যাটসম্যান সাব্বির রহমানের ব্যাট। ৮৫ রানের ইনিংস খেলা সাব্বির ও ইনিংসের শেষদিকে ঝড় তোলা নিকোলাস পুরানকে কৃতিত্ব জানিয়ে ওয়ার্নার বলেন, ‘এটা দারুণ একটি ম্যাচ ছিল। কিন্তু শেষদিকে আমরা হতাশা নিয়ে মাঠ ছেড়েছি। সাব্বির যেভাবে খেলেছে, তাকে আমি যথাযথ কৃতিত্ব দিতে চাই। পুরান বেশ ভালোভাবেই ইনিংস শেষ করেছে।’

চোটের কারণে নিজ দলের ম্যাচ-নেতৃত্ব সব রেখে ওয়ার্নারকে চলে যেতে হচ্ছে নিজ দেশে। যাওয়ার আগে জানিয়ে গেলেন দলের উন্নতির প্রয়োজনীয়তা। একইসাথে সতীর্থদের স্তুতিও গাইলেন সাবেক অজি সহ-অধিনায়ক।

ওয়ার্নার বলেন, ‘আমাদের কিছু জায়গায় উন্নতি করা প্রয়োজন। বিশেষ করে শেষদিকের বোলিংয়ে। সবাই সবসময় অধিনায়কের দিকে তাকিয়ে থাকছে না। ছেলেরা নিজেদের সবটুকুই দিচ্ছে, এতে কোনো সন্দেহ নেই।’

ভিডিও:

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!