• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিলেটিদের যে মন্ত্র দিলেন হার্শেল গিবস


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১০, ২০১৯, ০৮:১৮ পিএম
সিলেটিদের যে মন্ত্র দিলেন হার্শেল গিবস

ঢাকা: মারকাটারি ব্যাটিংয়ের জন্য তাঁর নামডাক ছিল। ওয়ানডে ক্রিকেটে তিনিই প্রথম ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছেন। তিনি দক্ষিণ আফ্রিকার তারকা হার্শেল গিবস। বঙ্গবন্ধু বিপিএলে তাঁকে প্রধান কোচ করে এনেছে সিলেট থান্ডার্স। 

নিজের খেলোয়াড়ি জীবনের সঙ্গে মিলিয়ে কোচিংয়েও তিনি থাকতে চান একই মেজাজের। তার ধরণ গেঁথে দিতে চান সিলেটিদের মধ্যে, ‘কোন ভিন্নতা নেই (কোচ হিসেবে)। আমি অনেক উদ্যম আর প্যাশন নিয়ে খেলতাম, দক্ষতা তো ছিলই। এই ব্যাপারটাই খেলোয়াড়দের মধ্যে গেঁথে দেওয়ার চেষ্টা করব। যাতে সবাই ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে।’

গিবস এবার যে দলের দায়িত্ব পেয়েছেন সেই সিলেট দলে নেই বড় তারকার ভিড়। স্থানীয় তারকাদের মধ্যে সবচেয়ে বড় নাম মোসাদ্দেক হোসেন। তবু তরুণ ক্রিকেটারদের আগলে রেখেই বড় কিছুর স্বপ্ন গিবসের,  ‘এটা বড় মঞ্চ। কিছু খেলোয়াড় এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি, তাদের আগলে রাখতে চাই যাতে তারা নিজেদের প্রতিভা তুলে ধরতে পারে। অনেক বড় নাম আছে টুর্নামেন্টে। কাজেই চ্যালেঞ্জটা ভালোই।’

এরপর গিবস বলে চলেন,‘ দুর্ভাগ্যজনকভাবে শেষ মুহূর্তে আমি ড্রাফটে থাকতে পারিনি। ড্রাফট চলার সময় আমি কিছু নাম দল মালিকদের দিয়েছিলাম। যাদের বেশিরভাগই পুরো টুর্নামেন্টে এভেইলেবল ছিল না, যেটা ভালো দল করার ক্ষেত্রে একটা বাধা। যাই হোক আমার খেলোয়াড়দের ওপর ভরসা আছে।’

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Wordbridge School
Link copied!