• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিলেটে ওয়ানডে অভিষেক রাঙাতে পারবে মাশরাফিরা?


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১৩, ২০১৮, ০৫:৩১ পিএম
সিলেটে ওয়ানডে অভিষেক রাঙাতে পারবে মাশরাফিরা?

ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৪ সালের ১৭ মে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। টি-টোয়েন্টি অভিষেকের সাড়ে চার বছর পর টেস্ট অভিষেক হয় এই পাহাড় ঘেরা এই স্টেডিয়ামের। কিন্তু কোনও অভিষেকই সুখকর হয়নি। শুক্রবার (১৩ ডিসেম্বর) ওয়ানডে অভিষেকটাও হতে যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই অভিষেকটা রাঙাতে পারবে মাশরাফি বিন মর্তুজার দল?

স্টেডিয়ামের সঙ্গে দলের এই অভিষেকটা বাংলাদেশ ও মাশরাফি বাহিনীর জন্য অনেক বড় চ্যালেঞ্জের। প্রথমতম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের চ্যালেঞ্জ। দ্বিতীয়ত সিলেটের মাটিতে এখন পর্যন্ত কোন ফরম্যাটেই জয়ের স্বাদ নিতে পারেনি বাংলাদেশ। তাই এই ম্যাচটি বাংলাদেশ ও মাশরাফিবাহিনীর জন্য অনেক বড় চ্যালেঞ্জের।

২০১৪ সালের ১৭ মে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সিলেট স্টেডিয়ামের। টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে অভিষেক হয় সিলেটের। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে সিলেটের মাটিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পায় পায় বাংলাদেশ। সিলেটে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের অভিষেক ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭৫ রানে হেরে যায় টাইগাররা। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেন সেসময় বাংলাদেশের অধিনায়কত্ব করা মাহমুদউল্লাহ রিয়াদ।

ব্যাটিং-এ নেমে বাংলাদেশ বোলারদের উপর ঝড় বইয়ে দিয়েছে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। ২০ ওভারে ৪ উইকেটে ২১০ রান করে শ্রীলঙ্কা। দলের পক্ষে কুশল মেন্ডিস ৪২ বলে ৭০ ও দানুস্কা গুনাতিলকা ৩৭ বলে ৪২ ও থিসারা পেরেরা ১৭ বলে ৩১ রান করেন। জবাবে মাত্র ১৩৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে হারের লজ্জা পেতে হয় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটির।

টি-টোয়েন্টি অভিষেকের সাড়ে চার বছর পর টেস্ট অভিষেক হয় সিলেট স্টেডিয়ামের। গেল নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি এই ভেন্যুতে খেলে বাংলাদেশ। সিলেট ও এই ভেন্যুতে নিজেদের প্রথম ম্যাচটি স্মরণীয় করে রাখতে পারেনি টাইগাররা। টেস্ট র‌্যাংকিং-এর দশম দল জিম্বাবুয়ের কাছে ১৫১ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। এ ম্যাচেও দলকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু সিলেটের মাটিতে বাংলাদেশকে হারের বৃত্ত থেকে বের করতে পারেননি মাহমুদউল্লাহ-মুশফিকুররা।

আগামীকাল ওয়ানডে অভিষেক হচ্ছে সিলেটের। টি-টোয়েন্টি ও টেস্টের মত অবস্থা যাতে না হয় সেদিকে চোখ থাকবে বাংলাদেশের। তবে এটি ভিন্ন ফরম্যাট, ভিন্ন দল। নেতৃত্বও ভিন্ন। তাই প্রশ্ন জাগছে, সিলেটের মাটিতে বাংলাদেশকে প্রথম জয়ের স্বাদ দিতে পারবে কি মাশরাফিবাহিনী !

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!