• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিলেটের বিপক্ষে উড়ন্ত সূচনা খুলনার


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২৩, ২০১৯, ০৭:১৯ পিএম
সিলেটের বিপক্ষে উড়ন্ত সূচনা খুলনার

ছবি: সংগৃহীত

ঢাকা: ৮ ম্যাচ খেলে ৭টিতে হেরে এরইমধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৬ষ্ঠ আসর থেকে বিদায় ঘন্টা বেজে গেছে খুলনা টাইটান্সের। তবে নিজেদের ৯ম ম্যাচে সিলেট সিক্সার্সের টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেছে মাহমুদইল্লাহর দল।  

বুধবার (২৩ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ২৮তম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট সিক্সার্স। এদিন সিলেট সিক্সার্সের অধিনায়কত্ব করছেন পাকিস্তানের সোহেল তানভীর।

সিলেট সিক্সার্স এবং খুলনা টাইটানস দুটি দলই পয়েন্ট টেবিলের তলানিতে পড়ে আছে। আগের ৮ ম্যাচের একটিতে জয় পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনা টাইটানস ইতিমধ্যেই বিপিএল থেকে ছিটকে গেছে। চলতি বিপিএলের দ্বিতীয় রাউন্ডে খেলা হচ্ছে না তাদের। অন্যদিকে সাত ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের নিচের দিক থেকে দ্বিতীয় পজিশনে রয়েছে সিলেট সিক্সার্স।

খুলনা একাদশ: আল আমিন, জুনাইদ সিদ্দিকি, ব্রেন্ডন টেইলর, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, ডেভিড উইসে, আরিফুল হক, ইয়াসির শাহ, তাইজুল ইসলাম, জুনাইদ খান, শুভাশিস রায়।

সিলেট একাদশ: লিটন দাস, সাব্বির রহমান, আফিফ হোসেন, নিকোলাস পুরান, জাকের আলী, নাসির হোসেন, অলোক কাপালি, মোহাম্মদ নওয়াজ, সোহেল তানভির, তাসকিন আহমেদ, মোহাম্মদ ইরফান।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!