• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সীমানা পেরিয়ে ইসরায়েল সীমান্তে পৌঁছেছে ইরানি সেনা!


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ৭, ২০১৯, ০২:১৮ পিএম
সীমানা পেরিয়ে ইসরায়েল সীমান্তে পৌঁছেছে ইরানি সেনা!

ঢাকা : ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবু তোরাবি ফার্দ বলেছেন, ইরানের ইসলামি বিপ্লব সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নতুন নতুন ক্ষেত্র জয় করছে এবং ইরানের সীমানা পেরিয়ে ইসরায়েলের সীমান্ত পর্যন্ত পৌঁছে গেছে। আজ তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন।

আবু তোরাবি ফার্দ বলেন, ইরানের উন্নতি ও অগ্রগতির পেছনে ইসলামি বিপ্লবী আদর্শের প্রতি মানুষের আস্থা ও আনুগত্যই প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করছে।

ইসলামি বিপ্লবের প্রভাব প্রসঙ্গে তিনি আরও বলেন, ইরাকের মুসলমানরা এখন নিজেদের আসল পরিচয় ফিরে পেয়েছে। নিজেদের প্রকৃত প্রতিনিধিদেরকে শাসন ক্ষমতায় পাঠানোর সুযোগ সৃষ্টি হয়েছে। এ কারণে ইরাকে সাত ট্রিলিয়ন ডলার ব্যয় করার পরও মার্কিন প্রেসিডেন্টকে গোপনে দেশটির সফর করতে হয়।

আবু তোরাবি ফার্দ বলেন, সিরিয়া, লেবানন ও ইয়েমেনের জনগণ নিজেদের পছন্দসই রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্র প্রস্তুত করতে সক্ষম হয়েছে। এগুলো হলো ইসলামি বিপ্লবের বড় অর্জন। আজকের খুতবায় তিনি ইরানে বন্যার্ত মানুষের সেবায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণেরও প্রশংসা করেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!