• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সীমান্তে বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশি নিহত


লালমনিরহাট প্রতিনিধি জানুয়ারি ২২, ২০২০, ০২:৩৫ পিএম
সীমান্তে বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশি নিহত

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার দৈইখাওয়া গ্রামের আমঝোল সীমান্তের ৯০৭/৪ নম্বর পিলার এলাকার বাংলাদেশের ৫০ গজ অভ্যন্তর থেকে একজনের মরদেহ উদ্ধার করে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।

নিহতরা হলেন, ওই সীমান্তের আমঝোল গ্রামের লোকমান আলীর ছেলে সুরুজ মিয়া (৩২) ও অপরজনের নাম তাৎক্ষনিক ভাবে জানা যায়নি।

বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম তৌহিদুল ইসলাম বলেন, সকালে আমঝোল সীমান্তের ৯০৭/৪ নম্বর পিলার এলাকার ৫০ গজ অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত হন সুরুজ মিয়া । তার মরদেহ উদ্ধার করা হয়েছে । তবে আরেকজনের মরদেহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নিয়ে গেছে ।

এ বিষয়ে কথা বলতে পতাকা বৈঠকের আহ্বান করে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে ।

সোনালীনিউজ/এসএ/এসআই

Wordbridge School
Link copied!