• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুখ দেখিনী


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৭, ২০১৬, ০৪:১৩ পিএম
সুখ দেখিনী

-র্মীজা শ. হাসান
আমি নই অলস,
তবে ভাই কাজ পাই কই
জীবণ আমার ভাঙ্গা কলস
সাধারণ আমি, নাই মোর সই।
হাটিতে জানি আমি
মাটিতে আছার পরিতে নয়
যেদিকে তাকাই সেদিকেই  মরুভূমি
গুলো গোলে জল সমুদ্র হয়।
আমি ভালোবাসিতে জানি
ভালোবাসা নাহি পাই
বেকারত্ব  মূল কারণ ভাই
জীবনটাই যেন পোড়া ছাই।
একা একা ভাবী দেখি
চোখে ভাসে পিতা মাতার স্বপ্ন্ েভরা মুখ
সুখ দেখিনী , সাথী যেন দুখ
অসহায় আমি চোখের জলে
ভিজে যায় বুক।

Wordbridge School
Link copied!