• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সুখ ভিক্ষা চাই কঠিন পৃথিবীর আগুন খেলার মাঠে


মো: গোলাম মোস্তফা (দুঃখু) জুলাই ১৭, ২০১৮, ১২:৫৬ পিএম
সুখ ভিক্ষা চাই কঠিন পৃথিবীর আগুন খেলার মাঠে

এত আশার মাঝে কেন চলে যেতে হবে,
ভালোবাসার সংসার থেকে।

যাবার জন্য যদি আসতে হয়,
তাহলে সুখের জন্য এত কান্না কেন ?

সবার মুখে বাঁচার আশা,
দেখবে তারা রঙ্গিন ছায়া।

সবার মতো আমি নই,
বাঁচার জন্য পাগল হারা ।

মরার আগে চাওয়া আমার,
সুখের দেখা পাওয়া।

সবাই বলে আমি মরা,
বেঁচে আছি মরার মতো!
সুখের দেখার আশায়।

সুখ মামা যে বড় খারাপ!
চাইলেও তাকে পাওয়া যায় না,
মনের মতো কাছে ।

সুখ চাই বাঁচার জন্য,
কষ্ট চাই মনের ব্যথা ভুলার জন্য।

সুখের ছায়া নানার বাড়ি,
মামার হাতের লাঠির খেলা।

এই হারামি মাঠে যা।
কাম হলে তোর খামলা আসবে,
ভাতের সাথে মুসর ডাল ।

এসব খাবার খেয়ে তুমি,
ধান কাটতে যাও।

দেখতে লাগে চাষির মতো,
ভাব খানা তার!
আমার সাহেব ছেলের মতো ।

গরু আছে মাঠের মাঝে,
দুধ লাগবে আমার মানিক ছেলের জন্য ।

কি কইলাম শোনা গিয়েছে,
গোয়ালের বন্ধু কাজের ছেলে ।

সব কিছু নিতে পারি,
কাদা মাটির দেহে।

কষ্ট না বলার জন্য!

সবার মুখে বাঁচার আশা,
সুন্দর পৃথিবীর বুকে ।

বাঁচতে আমার ইচ্ছে হয় না,
কষ্ট রাজ্যের ভিতর ।

মরার আগে দেখার ইচ্ছে,
সুখের অনুভুতির সাথে ।

কেমন লাগে সুখের মাঝে,
ভালো খাবার খেতে ।

রোদেলা দুপুরে নিজের চাওয়া,
নতুন জামার মাঝে ।

সুখের দোকানে দেখবো আমায়,
কষ্টের ভিতর মানুষ টা কে ।

যাবার জন্য জন্ম আমার,
রাখার জন্য কেউ আছো !

তোমার ইচ্ছে সালাম জানাই,
ব্যথা ভরা মনে ।

সুখের মাঝে নিয়ো আমায়,
তোমার বুকের মাঝে ।

সুখ ভিক্ষা চাই !
কঠিন পৃথিবীর আগুন খেলার মাঠে ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!