• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুজিত সরকার আর মিথিলায় বাদানুবাদ!


বিনোদন ডেস্ক এপ্রিল ৪, ২০২০, ১২:৫৩ এএম
সুজিত সরকার আর মিথিলায় বাদানুবাদ!

ঢাকা : টুইটটা করেছিলেন বুধবার পরিচালক সুজিত সরকার! তিনি লিখেন, হোম সায়েন্স বা হোম ইকোনমিক্সের মতো বিষয় কেন বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে পুরুষদের জন্য বাধ্যতামূলক করা হয় না? আর এই নিয়ে আপাতত বেশ আফসোসই করছেন তিনি।

সুজিতের মতে সেই কোর্সগুলো তাঁর করে নেওয়া উচিত ছিল, যাই হোক আপাতত নিজের বাড়িতে সেই কাজগুলো করছেন তিনি। বাড়ি নামক বিশ্ববিদ্যালয়টি তাকে এই বিষয়গুলির পাঠ পড়িয়ে দিচ্ছে অবশ্য। তবে সুজিতের অনুরোধ ভবিষ্যতে এই বিষয়টি যেন পুরুষ শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা হয়।

সৃজিত মুখার্জি, শাহরুখ খান ও মিথিলা। ছবি: সংগৃহীত সৃজিত মুখার্জি, শাহরুখ খান ও মিথিলা

এই টুইটের উত্তর দিয়েছেন রাফিয়ত রশিদ মিথিলা। তিনি বলেন, জীবন ধারণের জন্য যে সাধারণ জিনিসগুলো জানা প্রয়োজন, সেগুলো পড়ানোর দরকারটা কোথায়? রান্নাবান্না, ঘর পরিষ্কার করা, দৈনন্দিন হিসেব রাখা, টাইম ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো ছোটবেলা থেকেই সকলকে শেখানো দরকার। আর এই পাঠটা হবে পরিবারের মধ্যেই। বড় হয়ে ওঠার সঙ্গ-সঙ্গে এগুলো শেখানো উচিত বলে মনে করেন সৃজিতপত্নী।

সুজিতের কথার মধ্যে কোথাও যেন হালকা করে পুরুষতান্ত্রিক ভাবনা-চিন্তার ছোঁয়া পাওয়া গেল, তাই না! তবে মিথিলাও কিন্তু খোঁচা মেরে জবাব দিয়েছেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!