• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুন্দরবনে ব্যাপক গোলাগুলিতে চার বনদস্যু নিহত


খুলনা প্রতিনিধি অক্টোবর ১৫, ২০১৯, ০৯:৫৯ এএম
সুন্দরবনে ব্যাপক গোলাগুলিতে চার বনদস্যু নিহত

বাগেরহাট : বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়া এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চার বনদস্যু নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহতের মধ্য বনদস্যু আমিনুর বাহিনীর প্রধান আমিনুর রয়েছেন।

র‌্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে সোমবার (১৪ অক্টোবর) রাতে এ বন্দুকযুদ্ধ সংঘটিত হয়।

বন্দুকযুদ্ধে নিহতরা হলেন, বাগেরহাটের মোংলা পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকার আ. আউয়ালের ছেলে আ. আলিম ওরফে আমিনুর (২৫), আবজাল হাওলাদারের ছেলে রাজু (২২), আলতাফ গাজীর দুই ছেলে সোহেল (৩০) ও রুবেল (২৫)।

র‌্যাব সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ১ নভেম্বর ভিডিও কনফারেন্সে বাগেরহাটের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে সর্বশেষ ৬টি বনদস্যু বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে সুন্দরবন দস্যুমুক্ত হবার ঘোষণা করেন।

২০১৬ সালের ৩১ মে বনদস্যু মাস্টার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে সুন্দরবনের মোট ৩২ বাহিনীর ৩২৮ বনদস্যুর সকল সদস্য আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।

সম্প্রতি সুন্দরবনে আবারও বনদস্যুদের তৎপরতা শুরু হওয়ায় র‌্যাব গত রোববার রাত থেকে সুন্দরবনে অভিযান শুরু করে। দুপুরে র‌্যাবের একটি দল বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়া খাল এলাকায় টহল শুরু করলে বনদস্যু আমিনুর বাহিনীর সদস্যরা র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়। এভাবে বেশ কিছু সময় বন্দুকযুদ্ধ চলার পর বনদস্যুরা পিছু হটে বনের গভীর পালিয়ে যায়।

পরে র‌্যাব সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে ৪ বনদস্যুর মৃতদেহ পড়ে থাকতে দেখে। এসময় আশপাশের মাছ ধরা জেলেরা নিহত ৪ বনদস্যুর পরিচয় নিশ্চিত করে। এই ঘটনায় ২ জন র‍্যাব সদস্য আহত হয়েছেন বলেও জানা গেছে।

Wordbridge School
Link copied!