• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৬, ২০২০, ০৪:৩৪ পিএম
সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

ফাইল ছবি

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের  উত্থানে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬.২৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১১৬.৮১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১ হাজার ১৪৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১৫১ কোটি ৬৬ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৯৯৫ কোটি ৫৯ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৮৫টির  শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১২০টির এবং ৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬০.২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৮৭.৮২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪৪টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর। আজ সিএসইতে ৩৫ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসইতে  বুধবার ব্লক মার্কেটে মোট ১৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট  ৯ লাখ ৫৮ হাজার ১৪৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯ কোটি ৭৯ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবারও লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির মোট ৩০ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে শীর্ষস্থানে রয়েছে। কোম্পানিটি প্রায় এক মাস ধরে লেনদেনের শীর্ষস্থান দখল করে রয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পনি লিমিটেড। কোম্পানিটির ৯ লাখ ৩৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩০ কোটি ২৭ লাখ  টাকা।

বেক্সিমকো তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ১৭ লাখ ২৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৯ কোটি ৯৩ লাখ টাকা।

সোনালীনিউজ/এলএ/এমএএইচ

Wordbridge School
Link copied!