• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেই তোমাকেই খুঁজি


কাজী জুবেরী মোস্তাক মে ৫, ২০১৮, ০২:০১ পিএম
সেই তোমাকেই খুঁজি

ভোকাট্টা ঘুড়ির মতো সারা আকাশ উড়ি
কি করে আমায় চৌকাঠে আটকাবে তুমি?

আমিতো হলাম এক উড়নচণ্ডী বাউণ্ডুলে
ঘরের মায়া সেকি কখনো আমায় মানাবে?

কখনো উত্তাল আকাশ দেখি খোলা মাঠে
সেও ফ্যালফ্যাল চেয়ে থাকে আমার পানে৷

মুসাফির হয়ে আজকে দুয়ারে দুয়ারে ঘুরি
শহর জুড়ে এতো দুয়ার তবুও দুয়ার খুঁজি৷

দম ফুরালে কেউ আর করবেনাকো খোঁজ
তবু ক্ষমতার এই রাজ্যে বড়াই করি রোজ৷

এসেছি এ ধরণীতে যাযাবর জীবন নিয়ে
তবুও তৃপ্তির ঢেকুর ওঠেনা কোন কিছুতে৷

আমিতো মুসাফির ভবের এই জলসা ঘরে
সাঁঝ গড়ালেই যাবো ভবের সংসার ছেড়ে৷

যে তোমার বসতি সদা আমার রন্ধ্রে রন্ধ্রে
সেই তোমাকেই খুঁজি জায় নামাজে বসে ৷

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!