• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সেই রাজিবকে ৫০ লাখ টাকা দেয়ার নির্দেশ


আদালত প্রতিবেদক জুন ২০, ২০১৯, ০২:৩৮ পিএম
সেই রাজিবকে ৫০ লাখ টাকা দেয়ার নির্দেশ

ঢাকা : দুই বাসের রেষারেষিতে রাজধানীর তিতুমীর কলেজের ছাত্র রাজীব হাসানের হাত হারানোর পর মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে ৫০ লাখ টাকা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (২০ জুন) এ রায় দেন।

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ২৫ লাখ এবং স্বজন পরিবহন কর্তৃপক্ষ বাকী ২৫ লাখ টাকা ২ মাসের মধ্যে দিতে হবে।

এর আগে গত ৩ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দু’বাসের রেষারেষিতে হাত কাটা পড়ে কলেজছাত্র রাজীবের। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর ৪ এপ্রিল রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ওই মামলা বিচারাধীন থাকা অবস্থায় গত ১৬ এপ্রিল দিনগত রাত ১২টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজীব।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!