• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সেই ‘স্পাইডারম্যানকে’ নাগরিকত্ব দিলো ফ্রান্স


আন্তর্জাতিক ডেস্ক মে ২৯, ২০১৮, ০৯:৩০ এএম
সেই ‘স্পাইডারম্যানকে’ নাগরিকত্ব দিলো ফ্রান্স

ঢাকা: ফ্রান্সের প্যারিসে পাঁচতলার বারান্দা থেকে ঝুলে থাকা শিশুকে উদ্ধারকারী অবৈধ অভিবাসীকে দেশটির নাগরিকত্ব দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। পাশাপাশি তাকে দমকল বাহিনীতে কাজের সুযোগ দেয়া হয়েছে।

সোমবার ২২ বছর বয়সী অভিবাসী মামৌদো গাসামার সঙ্গে দেখা করেন ম্যাক্রোঁ। এসময় তিনি তার সাহসিকতার ব্যাপক প্রশংসা করেন। শনিবার স্পাইডারম্যানের মত করে একটি ভবন বেয়ে ঝুলে থাকা চার বছর বয়সী শিশুকে বাঁচান মালি থেকে সাগরপথে ইউরোপে আসা মামৌদি। শিশুটির মা তখন বাড়িতে ছিলেন না। হঠাৎ করেই শিশুটি বারান্দা থেকে ঝুলে গেলে দমকল বাহিনীকে খবর দেয়া হয়, তারা আসার আগেই মামৌদি শিশুটিকে বাঁচান।

তিনি বলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় শিশুটিকে ওই অবস্থায় দেখে কোন কিছু না ভেবেই তাকে বাঁচানোর জন্য ভবনের এক বারান্দা থেকে আরেক বারান্দায় লাফিয়ে যেতে থাকেন তিনি। পরে ৫ তলায় গিয়ে শিশুটিকে উদ্ধার করেন মামৌদি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!