• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সেই ‍‍`টাইগার‍‍` কে জবাই করে ৫শ টাকা কেজি দরে বিক্রি


পাবনা প্রতিনিধি আগস্ট ২৫, ২০১৯, ০৯:৫১ পিএম
সেই ‍‍`টাইগার‍‍` কে জবাই করে ৫শ টাকা কেজি দরে বিক্রি

পাবনা: এবারের ঈদুল আজহায় পশুর বাজারে সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছিল 'টাইগার' নামের ষাঁড়টি। 

৯ ফুট দৈর্ঘ্য ও সাড়ে ৫ ফুট উচ্চতার ফিজিয়ান জাতের ষাঁড় গরুটি ঢাকার মোহাম্মদপুরে কোরবানির হাটে সর্বোচ্চ দাম উঠেছিল ১৮ লাখ টাকা। প্রত্যাশিত দাম না পেয়ে বিক্রি না করে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন মালিক মিনারুল। ইচ্ছা ছিল আরও এক বছর লালন-পালনের পর আগামী কোরবানির হাটে বিক্রি করবেন। তার সে ইচ্ছা আর পূরণ হলো না।

শনিবার (২৪ আগস্ট) বিকেলে গোয়ালে পা পিছলে দুই পা ভেঙে অসুস্থ হয়ে পড়ে গরুটি।  শনিবার বিকেলে পাবনার চাটমোহর উপজেলার ছোট গুয়াখড়া গ্রামের মিনারুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায়, 'টাইগার'কে জবাইয়ের পর চামড়া ছাড়ানোর কাজ করছেন কসাইরা। 

খামারি মিনারুল ইসলাম ও তার স্ত্রী জাকিয়া সুলতানার চোখ ছিল অশ্রুসজল। জাকিয়া বলেন, টাইগারকে সন্তানের মতো লালন-পালন করতাম। তাকে এভাবে হারাতে হবে বুঝতে পারিনি। খুব কষ্ট হচ্ছে। সব স্বপ্ন ভেঙে গেল।

পাঁচশ' টাকা কেজি দরে মাংস কিনতে দূর-দূরান্ত থেকে প্রচুর ক্রেতার সমাগম ঘটে মিনারুলের বাড়িতে। সব মিলিয়ে ২২-২৩ মণ মাংস হয়েছে। সাড়ে ৪ লাখ টাকার মাংস বিক্রি হয়েছে। ঢাকায় বিক্রি না করে বাড়িতে এনে প্রায় ১৪ লাখ টাকা লোকসান গুনতে হলো গরুটির মালিককে।

Wordbridge School
Link copied!