• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সেইতো কবি


কাজী জুবেরী মোস্তাক এপ্রিল ৩০, ২০১৮, ১১:২৫ এএম
সেইতো কবি

কবিও একদিন ঠিকই গন্তব্যে চলে যাবে
আবারো মিশে যাবে সোঁদা মাটির সাথে,
তার আগেই কবি আবারও জেগে উঠবে
হাসি মুখেই মৃত্যুর জামাও গায়ে জড়াবে ৷

কবি একদিন ঠিক প্রতিবাদী হয়ে উঠবে
কলম হাতে ভঙ্গুর সমাজের চিত্র আঁকবে ,
কবিরা জন্মে ভঙ্গুর সমাজের দর্পন হতে
তাইতো কলমে বিদ্রোহের আগুন জ্বলে ৷

কবির কলম থামাতে ওরা একজোট হবে
হুলিয়া জারী করবে ওরা কলম থামাতে ,
সারা শহরের দেয়ালে কবির ছবি ঝুলবে
তবু ওরা কবির কলম থামাতে ব্যর্থ হবে ৷

মৃত্যুর পরোয়ানা কবির কাঁধে ঝুলে আছে
আর বুক পকেটে অগ্নিঝরা কলম রয়েছে ,
পকেটে কবির কাফনের কাপড়ও রয়েছে
তবু কবি ব্যারিকেড ভেঙ্গে এগিয়ে চলেছে ৷

বিষাক্ত টিয়ারে চোখ জ্বলেপুড়ে ছারখার
কবির কপাল ঘামে রক্তে মিশে একাকার ,
তবুও কাঁধে কাঁধ প্রাচীর গড়ে সে আবার
সেইতো কবি বুকে সৎ-সাহস আছে যার ৷
    
                                ২৯/০৪/১৮খ্রীঃ

Wordbridge School
Link copied!