• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেঞ্চুরি মেরে বিপক্ষকে বার্তা দিলেন স্মিথ


ক্রীড়া ডেস্ক মে ২৫, ২০১৯, ০৮:২৪ পিএম
সেঞ্চুরি মেরে বিপক্ষকে বার্তা দিলেন স্মিথ

ঢাকা: বল টেম্পারিং কাণ্ডে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচেই সেঞ্চুরি মেরে স্মিথ জানিয়ে দিলেন তাঁর ব্যাটে এতটুকু মরিচা ধরেনি। ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া আগে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে তুলেছে ২৯৭ রান। স্মিথ খেলেছেন ১১৬ রানের ইনিংস। এ প্রতিবেদন লেখার সময় ২.৩ ওভারে বিনা উইকেটে ১৫ রান তুলেছে ইংল্যান্ড।

এবারের বিশ্বকাপে যে চারটি দলকে ক্রিকেট-পণ্ডিতরা ফেবারিট মনে করছে তার মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম। শনিবার সাউদাম্পটনে টসে জিতে বোলিং বেছে নেয় ইংল্যান্ড। চোটের কারণে এ ম্যাচটি খেলেননি নিয়মিত অধিনায়ক ইয়ন মরগ্যান। ইংল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন জস বাটলার। 

ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। মাত্র ১৯ রানে ফিরে যান ওপেনার অ্যারণ ফিঞ্চ। আইপিএলের ফর্মটা বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও টেনে নিয়ে গিয়েছেন ডেভিড ওয়ার্নার। লিয়াম প্ল্যাকেটের বলে আউট হওয়ার আগে করেছেন ৪৩। তবে মিডল অর্ডারে অস্ট্রেলিয়াকে বড় ভরসা দিয়েছেন স্মিথ। মূলত তাঁর ১০২ বলে ১১৬ রানের ইনিংসে ভর করেই অস্ট্রেলিয়া পায় ২৯৭ রানের সংগ্রহ। স্মিথ নিজের ইনিংসটি সাজিয়েছেন আটটি চার ও তিনটি ছয় দিয়ে। পাশাপাশি উসমান খাজা ৩১ ও অ্যালেক্স গ্যারি ৩০ রান করেন। ৬৯ রানে ৪ উইকেট নিয়েছেন লিয়াম প্ল্যানকেট। 

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!